English

28 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

পাঠান ২’ চূড়ান্ত, তবে পরিচালকের খোঁজ নেই!

- Advertisements -

নাসিম রুমি: ২০২৩ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান ও দীপিকা পাডুকোন অভিনীত ছবি ‘পাঠান’। বক্স অফিসে যেটি বেশ হিট হয়েছিল। যারই প্রেক্ষিতে অনেক দিন ধরেই খবর আসছিল যে এই ছবির সিক্যুয়েল তৈরি হতে যাচ্ছে। যেটি নিয়েই এলো এবার নতুন আপডেট।

পিপিং মুনের প্রতিবেদন অনুযায়ী, ‘পাঠান ২’ এর চিত্রনাট্য লেখার পর্ব শেষ হয়েছে। শোনা যাচ্ছে, ছবিটি প্রযোজনা করবেন আদিত্য চোপড়া। ২০২৩ সাল থেকেই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন আদিত্য। ছবিটি যশরাজ ফিল্মস স্পাই ইউনিভার্স-এর অধীনে তৈরি হবে। অনেক পরিকল্পনার কারণে ছবিটির চিত্রনাট্য লেখার কাজ শেষ করতে সময় লেগেছে।

আদিত্য ছবির স্ক্রিপ্টের জন্য শাহরুখের পরামর্শও নিয়েছিলেন এবং তিনি বেশ মুগ্ধ হয়েছিলেন। তবে ছবিটিকে ঘিরে প্রতিকূলতা অন্য জায়গায়। জানা গেছে, ছবির প্রযোজকের সন্ধান মিললেও ছবির পরিচালকের খোঁজ এখনও চলছে।

প্রথম পর্ব পরিচালনাকারী সিদ্ধার্থ আনন্দ ছবিটি পরিচালনা করতে চাইছেন না, তাই নতুন পরিচালক চান আদিত্য।

‘পাঠান ২’-এর শুটিং শুরু হবে চলতি বছরের শেষের দিকে, তার আগে এই সিনেমার জন্য কোন এমন পরিচালক চান আদিত্য, যিনি পরিচালনার দায়িত্ব সামলাবেন।

শাহরুখ তার আগামী ছবি ‘কিং’র শুটিং শেষ করেই এই ছবির শুটিং করবেন। যেখানে সুহানা খান অভিনয় করবেন বাবার সঙ্গে। ২০২৬ সালে মুক্তি পাবে ‘কিং’। সালমান খানের ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, পাঠান, ‘টাইগার থ্রি’র পর যশরাজ স্পাই ইউনিভার্সের অষ্টম ছবি হতে চলেছে এই ‘পাঠান ২’।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/tzhr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন