English

25 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
- Advertisement -

পুনরায় নাটকে ব্যস্ত হয়েছি: প্রভা

- Advertisements -

নাসিম রুমি: নাটকের অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে অভিনয়ে অঘোষিতভাবে বিরতি নিয়েছেন বলা যায়। দীর্ঘদিন ধরেই টিভি পর্দায় নেই তার উপস্থিতি। দেড় যুগেরও বেশি সময় শোবিজে কাজ করছেন এ অভিনেত্রী। শুরুর দিকে তুমুল ব্যস্ততায় দিন পার করলেও এখন কাজ অনেক কমিয়ে দিয়েছেন।

সর্বশেষ গত বছরের শুরুতে একটি নাটকে অভিনয় করেছিলেন। এরপর আর নতুন নাটকে দেখা যায়নি তাকে। এবার বিরতি ভেঙে আবারো অভিনয়ে নিয়মিত হয়েছেন এ অভিনেত্রী। সঙ্গী হিসাবে বেছে নিয়েছেন তরুণ অভিনেতাদের।

আসন্ন ঈদুল আজহার একাধিক নাটকে তাকে এবার দেখা যাবে। যেখানে তার সহকর্মী হিসাবে থাকছেন বর্তমান প্রজন্মের তরুণ সব অভিনেতা।

এ প্রসঙ্গে প্রভা বলেন, ‘এই সময়ের যারা তরুণ, তাদের কিন্তু আলাদা একটা দর্শক রয়েছেন। দর্শকদের কাছে আলাদা হাইপ আছে, এজন্যই তারা নিয়মিত কাজ করছেন। দর্শকদের রুচি বোঝেন। তাদের থেকেও অনেক কিছু শেখার রয়েছে। আমি তাদের কাছ থেকেও শিখি।’ ঠিক এ কারণেই তিনি অধিকাংশ নাটকেই সহশিল্পী হিসাবে বেছে নিয়েছেন তরুণদের রেখেছেন পছন্দের তালিকায়। এদিকে সম্প্রতি প্রভা শেষ করেছেন ‘বিয়েটা করেই ফেললাম’ নামে একটি নাটকের শুটিং।

এতে তার সহশিল্পী ছিলেন তরুণ অভিনেতা যাহের আলভী। রোমান্টিক এ নাটক নিয়ে প্রভা বলেন, ‘এখন নিয়মিতই অভিনয় করে যেতে চাই। তাই সেভাবে গল্পগুলো পছন্দ করছি। তাছাড়া গল্পে সময়ের একটা চাহিদা রয়েছে। সেটাও মুখ্য। এখন দর্শক কী গল্প পছন্দ করছেন, সেগুলো করছি। রোমান্টিক, কমেডিসহ আমাদের নাটকে অনেক বার্তা দেওয়া হয়েছে। দেখা যায়, অনেক পরিবার সন্তানদের জোর করে বিয়ে দেয়। তারা এ নাটকে একটা বার্তা পাবে।’

অভিনেত্রী আরও বলেন, ‘সবাই শুধু ফোন দিয়ে জানতে চাইতেন, কবে শুটিং শুরু করছি। কবে নিয়মিত অভিনয়ে আসছি। আমি যেহেতু অভিনয়ের মানুষ, এখন নিয়মিতই দর্শকেরা আমাকে পাবেন। দর্শকদের পছন্দের গল্পগুলো প্রাধান্য দিয়েই কাজগুলো করছি।’ আমি এখন নাটকে অভিনয় নিয়ে পুনরায় ব্যস্ত হয়েছি।

‘বিয়েটা করেই ফেললাম’ নাটকটি রচনা করেছেন জহির করিম। যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ ও সুব্রত মিত্র। এটি ঈদুল আজহায় একটি বেসরকারি টেলিভিশনের প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন। প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিকে দেশে ফিরেন প্রভা। তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। সেখানে একটি বিউটি পার্লার থেকে রূপসজ্জার ওপর কর্মশালা করেছেন। এরই মধ্যে সফলভাবে কোর্সটি শেষ করেছেন। কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সনদপত্রও।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ool5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন