English

29 C
Dhaka
সোমবার, অক্টোবর ২৭, ২০২৫
- Advertisement -

পুরুষের সামনে বোকা সাজার ভান করেন জাহ্নবী কাপুর

- Advertisements -

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর পুরুষের স্বাচ্ছন্দ্য বোধে আঘাত না দেওয়ার জন্যই নাকি বোকা সেজে থাকেন। নিজেই জানালেন অভিনেত্রী। ‘পুরুষতান্ত্রিক’ ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্যই নাকি এমনটি করে থাকেন। সম্প্রতি টুইঙ্কেল খান্না ও কাজলের অনুষ্ঠানে এসে এমন কথাই বলেন জাহ্নবী কাপুর।

অভিনেত্রী বলেন,  আমি জানি, আমি সুবিধাপ্রাপ্ত জায়গা থেকে এসেছি। সম্প্রতি একটা বিষয় লক্ষ করেছি— এখন আমি একটা ঘরে বসে নিজে যা চাই সেটাই বলতে পারি। কিন্তু একটা সময়ে এমন কিছু পরিস্থিতিতে থেকেছি, যেখানে নিজেকে বোকা সাজিয়ে রাখতে হয়েছে।

জাহ্নবীর মুখে এমন কথা শুনে টুইঙ্কেল বলেন, তিনিও শুরুর দিকে একই কৌশলের আশ্রয় নিতেন। তখন অভিনেত্রী বলেন, এখনো কিছু ক্ষেত্রে কোনো সিনেমার দৃশ্য পছন্দ না হলে তিনি সরাসরি বলতে পারেন না। এর পরিবর্তে নিজের অক্ষমতা প্রদর্শন করেন তিনি।

জাহ্নবী বলেন, আমি এখনো লড়াই করছি। ১০টা ভালো কথা বলার পর ভান করতে হয়, যেন আমিই বুঝতে পারিনি বা ওই দৃশ্যে অভিনয়ে করার যোগ্যতা আমার নেই। কিন্তু আসল কারণ হলো— আমি ওই দৃশ্যে অভিনয়টাই করতে চাই না। দৃশ্যটা একেবারে জঘন্য— এটা বলে উঠতে পারি না। তার বদলে বলি— আমিই বুঝতে পারছি না বলে জানান অভিনেত্রী।

উল্লেখ্য, অভিনেত্রী জাহ্নবী কাপুর পরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তার সিনেমা ‘সনি সংস্কারী কি তুলসী কুমারী’ ও ‘পরম সুন্দরী’।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/lasl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন