English

29 C
Dhaka
বুধবার, আগস্ট ১৭, ২০২২
- Advertisement -

প্রকাশ্যে স্বামীকে যা বললেন সোনম

- Advertisements -

দেখতে দেখতে বিয়ের তিন বছর পার, তবু দু’জনের প্রেমে এখনও সদ্য ফোটা বিয়ের ফুলের গন্ধ। একে অপরের সোশ্যাল পোস্টে ভালবাসায় ভরিয়ে দেন স্বামী-স্ত্রী। ইনস্টার খোলা দেওয়ালে সে প্রেমের বার্তা ভালো লাগার গোলাপী আভায় ভরিয়ে দেয় বাকি প্রেম অনুরাগীদের মনও।

Advertisements

একসঙ্গে কাটানো সুন্দর ক্যামেরাবন্দি মুহূর্তগুলো সোশ্যালে শেয়ার হতেই সোনমের ভালোবাসা উপছে আদরের বার্তায় ভরিয়ে দিল আনন্দের ওয়াল। তা দেখে অনুরাগী থেকে নিন্দুক সকলেই মুগ্ধ। তিন পেরিয়েও একে অপরের ভালোবাসায় হাবুডুবু খাচ্ছেন এই দম্পতি, সোনম কাপুর ও আনন্দ আহুজা।

বলিউডের পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম সোনম কাপুর ও আনন্দ আহুজা। চলতি মাসেই ছিল বিবাহবার্ষিকী। তাই মাস পুরোলেও শেষ হয়নি উদযাপনের রেশ। বিবাহবার্ষিকীতে একসঙ্গে কাটানো যুগলের সুন্দর মুহূর্ত ইনস্টায় পোস্ট করে সোনমের উদ্দেশে বিশেষ বার্তা আনন্দের। ‘সবসময় তোমার পাশে। যেহেতু আগে সুযোগ পাইনি, তাই আমি আমাদের বিবাহবার্ষিকীতে এই ছবিগুলো শেয়ার করতে পারিনি, এখন শেয়ার করছি’।

Advertisements

লন্ডনের রাস্তায় হাত ধরে ঘুরছেন সোনম-আনন্দ। ছবির ভিড় থেকে এই বিশেষ ছবিটি বেছে নিয়েই পোস্ট করেন আনন্দ। নিজেদের ছবিটি দেখে আপ্লুত অনিল কন্যা লেখেন, ‘ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়… এবার জলদি বিছানায় এসো’। ব্যস সোনমের এই কমেন্টে দুষ্টু হাসি অনুরাগীদের মুখে।

দীর্ঘদিনের প্রেম পরিণতি পায় ২০১৮ সালের ৮ মে। মুম্বাইতে সাতপাকে বাঁধা পড়েন সোনম কাপুর-আনন্দ আহুজা। বিয়ের পর থেকেই ব্যবসায়ী স্বামীর সঙ্গে লন্ডনেই থাকেন সোনম। ২০০৭ সালে রনবীর কাপুরের বিপরীতে সঞ্জয় লীলা বনশালির ‘সাওয়ারিয়া’ ছবির মাধ্যমে বলিটাউনে অভিষেক সোনম কাপুরের।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন