English

32 C
Dhaka
বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

প্রতারণার শিকার অক্ষয় কুমার!

- Advertisements -

বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের সময়টা মোটেও ভাল যাচ্ছে না। একের পর এক ফ্লপ সিনেমায় কোনঠাসা হয়ে পড়েছেন এই অভিনেতা। এরইমধ্যে অভিযোগ তুললেন, প্রতারিত হয়েছেন তিনি!

বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার বছরে একাধিক সিনেমা করেন। যদিও অভিনেতার মতে তিনি কখনো অর্থের জন্য অভিনয় করেন না।

Advertisements

কিন্তু পারিশ্রমিক বাকি রাখার বিষয়টিকে তিনি ‘প্রতারণা’ হিসেবেই উল্লেখ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয়কে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, ‘দুই একজন প্রযোজকের কাছে এখনও টাকা পাই। এটা প্রতারণা!’

অক্ষয় আরও বলেন, ‘তার পর আমি আর তাদের সঙ্গে কথাই বলি না। চুপ করে যাই।

কিছু প্রযোজক এখনও আমার বকেয়া মেটাননি।’

Advertisements

এদিকে একের পর এক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হওয়ায় বেশ হতাশ অক্ষয় কুমার। এই প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘প্রত্যেক সিনেমার পেছনেই আমার পরিশ্রম থাকে। সিনেমা না চললে মন ভেঙে যায়।

কিন্তু ব্যর্থতা থেকেই এগিয়ে চলার শিক্ষা নিতে হয়। ক্যারিয়ারের শুরুতেই আমি সেটা বুঝতে পেরেছিলাম।’

অক্ষয়ের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘সারফিরা।’ জাতীয় পুরস্কারপ্রাপ্ত তামিল চলচ্চিত্র ‘সুরারাই পোত্তরু’র রিমেক এই সিনেমাটিও বক্স অফিসে সেভাবে আয় করতে পারেনি। তবে অক্ষয়ের অভিনয় দর্শকের পছন্দ হয়েছে।

প্রশংসা করেছেন সমালোচকরাও। চলতি বছরও অক্ষয়ের একাধিক চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। তার মধ্যে ‘খেল খেল মে’ এবং ‘সিংহাম এগেইন’ অন্যতম। এছাড়াও ওয়েলকাম থ্রি, হেরা ফিরি থ্রি’সহ একাধিক সিনেমার শুটিং করছেন অক্ষয় কুমার।
সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন