দেশের বিভিন্ন অঙ্গনের সফল মানুষদের স্বীকৃতি জানাতে যাত্রা হলো ‘এক্সিলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড’-এর। প্রথম আসরেই যার ঝলমলে প্রতিচ্ছবি মিলেছে। এতে অংশ নিয়েছেন দেশের নন্দিত ও গুণী শিল্পী-কুশলী-সাংবাদিক ও উদ্যোক্তারা।
ওয়ার্ল্ড অব ইউনিটি আয়োজিত ঊর্মি ইসলামের উদ্যোগে অনুষ্ঠানটি গত ২৬ মে রাজধানীর একটি চার তারকা হোটেলে সফলভাবে সম্পন্ন হয়। এতে বিভিন্ন পেশাজীবী সফল ব্যক্তিদের পাশাপাশি শোবিজের একঝাঁক তারকা শিল্পী পুরস্কৃত হয়েছেন।‘এক্সিলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড ২০২৫’-এ আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানকে। এছাড়া চলচ্চিত্রশিল্পে বিশেষ অবদানের জন্য পুরস্কার পেয়েছেন প্রখ্যাত অভিনেত্রী রোজিনা ও নূতন।
অভিনয়ের জন্য ‘এক্সিলেন্স ইন সাকসেস অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান (ওটিটি), কাজী নওশাবা আহমেদ ও শিরিন শিলা (চলচ্চিত্র), আশনা হাবিব ভাবনা ও স্বর্ণলতা দেবনাথ (টিভি নাটক) এবং সুষমা সরকার (থিয়েটার)।
এর বাইরে সেরা মডেল হিসেবে পুরস্কার পেয়েছেন জেবা জান্নাত। সেরা নৃত্যপরিচালকের পুরস্কার গেছে জনপ্রিয় নৃত্যশিল্পী সোহেল রহমানের হাতে।