English

28.4 C
Dhaka
বুধবার, অক্টোবর ১, ২০২৫
- Advertisement -

প্রায় ২০ বছরের দাম্পত্যে ইতি টানলেন নিকোল কিডম্যান

- Advertisements -

নাসিম রুমি: হলিউড এবং কান্ট্রি মিউজিক জগতের অন্যতম জনপ্রিয় ও দীর্ঘদিনের আলোচিত দম্পতি নিকোল কিডম্যান ও কিথ আরবানের বিবাহ বিচ্ছেন হয়েছে। প্রায় ২০ বছরের সম্পর্কের ইতি টেনে এই তারকা জুটি অবশেষে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন। পিপল ম্যাগাজিন বিষয়টি নিশ্চিত করেছে।

অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যানের বয়স ৫৮, অন্যদিকে কান্ট্রি গানের জনপ্রিয় শিল্পী কিথ আরবানের বয়স ৫৭ বছর। ২০০৬ সালের জুনে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির রয়েছে দুই মেয়ে। ১৭ বছর বয়সী সানডে রোজ এবং ১৪ বছর বয়সী ফেইথ মার্গারেট।

বিচ্ছেদের এই কঠিন সময়ে নিকোলের পাশে তার বোন আন্টনিয়া কিডম্যান দাঁড়িয়েছেন বলে পিপল-এর এক বিশেষ সূত্র নিশ্চিত করেছে। সূত্রটি আরও জানায়, ‘নিকোল এই বিচ্ছেদ চাননি। তিনি সম্পর্কটি টিকিয়ে রাখতে চেয়েছিলেন।’

প্রথম দিকে টিএমজেড এই বিচ্ছেদের খবর প্রকাশ করে। তাদের সূত্র অনুসারে, গ্রীষ্মের শুরু থেকেই নাকি এই তারকা জুটি আলাদা বসবাস করছেন।

উল্লেখ্য, সাবেক স্বামী টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর কিথ আরবানকেই ‘গভীর ভালোবাসা’ এবং ‘ফিরে আসার ঠিকানা’ বলে উল্লেখ করেছিলেন নিকোল। এমনকি চলতি বছরের ২৫ জুন বিবাহবার্ষিকীতেও নিকোল ইনস্টাগ্রামে কিথের সঙ্গে ঘনিষ্ঠ ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘শুভ বার্ষিকী সোনা।’

এদিকে, সম্প্রতি লন্ডনে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’ সিনেমার শুটিং শেষ করেছেন নিকোল। ইনস্টাগ্রামে কন্যা ও পরিবারের সঙ্গে গ্রীষ্মের ছুটি কাটানোর ছবিও শেয়ার করেছেন তিনি। অন্যদিকে, কিথ আরবান বর্তমানে সফরে ব্যস্ত আছেন। আগামী ২ অক্টোবর পেনসিলভেনিয়ায় তার পরবর্তী শো নির্ধারিত রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mbyv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন