সারাদেশের বিশ্ববিদ্যালয়, বিভাগ ও জেলা পর্যায়ের (চলচ্চিত্র সংসদ বা ফিল্ম ক্লাব) সংগঠনগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ বা জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন-২০২৫।
আগামীকাল ১০ মে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল মারুফ সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
জানা গেছে, শিল্পমাধ্যম হিসেবে চলচ্চিত্রের চর্চা প্রচার ও প্রসারের মধ্যদিয়ে গত ছয় দশক ধরে চলছে বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলন। সারাদেশের বিশ্ববিদ্যালয়, বিভাগ ও জেলা পর্যায়ের (চলচ্চিত্র সংসদ, বা ফিল্ম ক্লাব) সংগঠনগুলোর অংশগ্রহনে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিনব্যাপী এ আয়োজনে থাকছে বাংলাদেশের চলচ্চিত্রের বাস্তব অবস্থা, এ থেকে উত্তরনের উপায় অনুসন্ধান এবং চলচ্চিত্র সংসদ আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা। চলচ্চিত্র সংসদ আন্দোলনের নেতৃত্বের জন্য একটি প্রতিনিধিত্বশীল কমিটি তৈরী করা এবং চলচ্চিত্র প্রদর্শনী। বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ এর আয়োজনে চলচ্চিত্র সংসদ আন্দোলনের নবীন প্রবীণ সংগঠকরা উপস্থিত থাকবেন।
আয়োজনে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের প্রেসিডেন্ট জন পাওলো অনলাইনে যুক্ত থাকবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।