English

29 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ২৮, ২০২৩
- Advertisement -

ফেরদৌস-নাবিলাকে নিয়ে শুরু হয়েছে ‘যুদ্ধ জীবন’

- Advertisements -

নাসিম রুমি: সরকারি অনুদানে নির্মিতব্য সিনেমা ‘যুদ্ধ জীবন’র শুটিং শুরু হয়েছে। এ সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী নাবিলা। চট্টগ্রাম থেকে এর শুটিং শুরু করেছেন বলে জানিয়েছেন ফেরদৌস। সিনেমাটি পরিচালনা করছেন রিফাত মোস্তফা টিনা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (বর্তমান) অধ্যাপক ড. শিরীন আক্তারের মেয়ে।

Advertisements

নির্মাতা বলেন, ‘যুদ্ধ জীবন মূলত আমার মা অধ্যাপক ড. শিরীন আক্তার রচিত সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে। এর চিত্রনাট্য করেছেন মহি মহিউদ্দিন। প্রথম লটে আমরা টানা সাত আটদিন শুটিং করব। আগামী মাসে দ্বিতীয় লটে আমরা দশদিন শুটিং করার আশা রাখছি।’

Advertisements

ফেরদৌস আহমেদ বলেন, ‘এর আগে মুক্তিযুদ্ধের সময়কালীন গল্প নিয়ে নির্মিত দামপাড়া সিনেমার জন্য কাজ করেছিলাম চট্টগ্রামে। দ্বিতীয়বারের মতো পুরো কোনো সিনেমার কাজ করছি চট্টগ্রামে। এ সিনেমার গল্প আশির দশকের পরবর্তী সত্য একটি ঘটনা অবলম্বনে।

আপাতত গল্প শেয়ার করতে পারছি না। এতটুকু বলতে পারি, যে বিষয় বা যে ব্যক্তিকে কেন্দ্র করে গল্প তৈরি হয়েছে তাকে ঘিরে যেসব স্থান, সেসব স্থানেই শুটিং হচ্ছে। যে কারণে কাজটি করতে আমার ভালো লাগছে। সেই সময়টা আসলে আমি অনুভব করার চেষ্টা করছি। অভিনয়ে তা প্রভাব ফেলছে। পরিচালকসহ পুরো ইউনিটই সহযোগিতা করছে। তাছাড়া চট্টগ্রাম বাসীদের আন্তরিকতা মুগ্ধ করে আমাকে। সবমিলিয়ে সিনেমাটি বেশ ভালো হচ্ছে।

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন