English

28.5 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫
- Advertisement -

‘ফ্রেন্ডস’ তারকা ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় দোষ স্বীকার করছেন এক নারী

- Advertisements -

লস অ্যাঞ্জেলেসে অভিনেতা ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় আলোচিত ‘কেটামিন কুইন’ নামে পরিচিত মাদক ব্যবসায়ী জসভিন সাংঘা দোষ স্বীকার করতে সম্মত হয়েছেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, ৪২ বছর বয়সী এই ব্রিটিশ-আমেরিকান নারী পাঁচটি অভিযোগে দোষ স্বীকার করবেন। এর মধ্যে একটি হলো ‘কেটামিন সরবরাহ করে মৃত্যু বা গুরুতর শারীরিক ক্ষতি করা’।

জসভিনের লস অ্যাঞ্জেলেসের বাসাকে ‘মাদক বিক্রির আস্তানা’ বলে উল্লেখ করেছে বিচার বিভাগ।

গত মার্চে অভিযান চালিয়ে তার বাসা থেকে ৮০টির বেশি কেটামিনের ভায়াল, মাদক হিসেবে ব্যবহৃত হাজারো ট্যাবলেট, কোকেন, মেথামফেটামিন ও জ্যানাক্স উদ্ধার করা হয়।

 

২০২৩ সালের অক্টোবরে ‘ফ্রেন্ডস’-খ্যাত তারকা ম্যাথিউ পেরিকে লস অ্যাঞ্জেলেসের নিজ বাড়ির জাকুজি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ময়নাতদন্তে দেখা যায়, অতিরিক্ত কেটামিন গ্রহণের ফলে তার মৃত্যু হয়েছে।

মামলায় জসভিনসহ মোট পাঁচজনের নাম এসেছে।পেরির কাছে ড্রাগটি পৌঁছানোর পাইপলাইনে ছিলেন, চিকিৎসক সালভাদর প্লাসেন্সিয়া ও মার্ক চাভেজ। এছাড়া অভিনেতার সহকারী কেনেথ ইওয়ামাসা ও মাদক সরবরাহকারী এরিক ফ্লেমিংও গ্রেপ্তার হয়েছেন এই মামলায়।

 

সবাই ইতিমধ্যে অপরাধ স্বীকার করতে রাজি হয়েছেন। জসভিনের বিচার শুরুর তারিখ কয়েকবার পিছিয়েছে এবং আগামী মাসে শুরু হওয়ার কথা ছিল।তবে এখনই তিনি আদালতে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দোষ স্বীকার করবেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

 

এছাড়া অভিযোগপত্রে বলা হয়েছে, জসভিন ২০১৯ সাল থেকেই উত্তর হলিউডে নিজের বাড়িকে ‘সাংঘা স্ট্যাশ হাউস’ বানিয়ে উচ্চবিত্ত ও সেলিব্রিটি গ্রাহকদের কাছে কেটামিন সরবরাহ করতেন। ২০১৯ সালের আগস্টে তার কাছ থেকে কেটামিন কিনে কোডি ম্যাকলারি নামের এক ব্যক্তিও মারা যান।

জসভিনের সামাজিক যোগাযোগমাধ্যমে পার্টি, জাপান-মেক্সিকো ভ্রমণ ও পুরস্কার বিতরণী আসরে উপস্থিতিসহ দেখা যায় বিলাসবহুল জীবনের চিত্র।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/fxvh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন