English

27.2 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
- Advertisement -

ফ্ল্যাট বিক্রি করলেন অক্ষয় কুমার!

- Advertisements -

নাসিমরুমি: জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমার। বক্স অফিসে খুব একটা ভালো সময় কাটছে না তার। এরই মধ্যে শোনা যাচ্ছে, তার একটি ফ্ল্যাট বিক্রি করে দিলেন এই অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় অবস্থিত ফ্ল্যাটটি বিক্রি করেছেন অক্ষয়। ১ হাজার ২৮১ বর্গ ফুটের ফ্ল্যাটটি তার কাছ থেকে কিনেছেন সংগীত পরিচালক ডাবু মালিক।

অক্ষয় ২০১৭ সালে প্রায় ৪.১২ কোটি রুপিতে এটি কিনেছিলেন। এরপর গত আগস্টে ডাবু মালিকের কাছে তা বিক্রি করেন। প্রায় ৬ কোটি রুপির বিনিময়ে ফ্ল্যাটটি বিক্রি করেছেন বলিউডের ‘খিলাড়ি’। তবে হঠাৎ কী কারণে এই অভিনেতা ফ্ল্যাটটি বিক্রি করলে তা জানান যায়নি।

বর্তমানে বলিউডের সবচেয়ে বেশি আয় করা তারকাদের একজন অক্ষয় কুমার। চলতি বছর টানা পঞ্চমবার ভারতের বিনোদন দুনিয়ায় সর্বোচ্চ করদাতা হয়েছেন তিনি। এজন্য তাকে আয়কর বিভাগের কাছ থেকে একটি সম্মান স্মারকও প্রদান করা হয়েছে।

অক্ষয় কুমার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কাঠপুতলি’। এছাড়া ‘ওএমজি টু’, ‘রাম সেতু’, ‘বড়ে মিয়া ছোট মিয়া’, ‘সেলফি’ সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wm84
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন