টলিউডে শিল্পী থেকে কলাকুশলী, বকেয়া পারিশ্রমিক না মেটানোর অভিযোগ নতুন নয়। এবার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এরকমই অভিযোগ তুললেন অভিনেত্রী শ্রীতমা দে। অভিনেত্রীকে এর আগে দর্শক ‘সাহেবের কাটলেট’ ও ‘মহিষাসুরমর্দ্দিনী’ ছবিতে দেখা গেছে। সম্প্রতি ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ‘সমরেশ বসুর প্রজাপতি’ ছবিতেও রয়েছেন তিনি।
শ্রীতমার দাবি, শহরের এক নামী প্রযোজনা সংস্থা তাঁর বকেয়া পারিশ্রমিক মেটাচ্ছে না। এমনকি, এই প্রসঙ্গে সংস্থার কর্মীদের সঙ্গে বার বার যোগাযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি বলেই দাবি করছেন অভিনেত্রী। বিষয়টি জানিয়ে সোমবার (৯ জানুয়ারি) ফেসবুকে একটি পোস্টও করেছেন শ্রীতমা। লিখেছেন, ‘‘বাধ্য হয়ে সংস্থাটির কর্ণধারের স্ত্রীকে মেসেজ করি। কিন্তু উনি হয়তো এখনও সময় পাননি দেখার। এদিকে সংস্থার একের পর এক ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে!’’
অভিনেত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, ‘‘গত বছর আগস্ট মাসে আমি ওদের একটা ওয়েব সিরিজ়ে অভিনয় করি। অগ্রিম বাবদ প্রথম কিস্তির টাকা ছাড়া এখনো বকেয়া টাকা পাইনি। টাকা চাইতেই এখন ওরা আর কেউ আমার ফোন ধরছেন না। মেসেজের উত্তরও দিচ্ছেন না। আমি কলকাতার বাইরের মেয়ে। নিজের সব খরচ চালাতে হয়। হয়তো বাকিদের হাতে কাজের সংখ্যা বেশি। তাই পারিশ্রমিক দেরিতে এলেও তাদের সমস্যা নেই।’’
শ্রীতমা তাঁর পোস্টে অভিযুক্ত প্রযোজনা সংস্থার নাম উল্লেখ করেননি। এর আগেও একবার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন অভিনেত্রী। তবে সোমবার প্রথম তিনি বকেয়া পারিশ্রমিকের বিষয়টি উল্লেখ করেন। নাম উল্লেখ করলে তাঁর ক্যারিয়ারের ক্ষতি হতে পারে, এই জাতীয় সতর্কবাণীও এসেছে বন্ধুদের পক্ষ থেকে।