English

31.7 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫
- Advertisement -

বক্স অফিসে ‘ওজি’ সিনেমার দাপট: কে কত টাকা পারিশ্রমিক নিলেন?

- Advertisements -

নাসিম রুমি: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ। তাকে নিয়ে পরিচালক সুজিত নির্মাণ করেছেন ‘ওজি’ সিনেমা। এতে পবনের বিপরীতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা মোহন। তাছাড়াও রয়েছেন—ইমরান হাশমি, প্রকাশ রাজের মতো তারকা অভিনেতারা।

গত ২৫ সেপ্টেম্বর, বিশ্বের সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে তেলেগু ভাষার ‘ওজি’ সিনেমা। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করে সিনেমাটি। তারপর সিনেমাটির আয় তুলনামূলক কমলেও তা মোটেও কম নয়। ৪ দিনে বিশ্বব্যাপী আয় করেছে ২৩২.৯ কোটি রুপি। সিনেমাটিতে অভিনয়ের জন্য কোন তারকা কত টাকা পারিশ্রমিক নিয়েছেন, তা নিয়ে চলছে জোর চর্চা।

মানি কন্ট্রোলের তথ্য অনুসারে, ‘ওজি’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন পবন কল্যাণ। চরিত্রটি রূপায়নের জন্য তেলেগু সিনেমার এ তারকা নিয়েছেন ১০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩৬ কোটি টাকার বেশি)। সিনেমাটির ‘অমি ভাউ’ চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। এটি গুরুত্বপূর্ণ একটি চরিত্র। এ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো এই সিরিয়াল কিসারের। চরিত্রটির জন্য ইমরান হাশমি নিয়েছেন ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৮২ লাখ টাকা)।

এ সিনেমায় পবন কল্যাণের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা মোহন। তার চরিত্রের নাম ডা. কানমনি। এ অভিনেত্রী পারিশ্রমিক নিয়েছেন ১.২ থেকে ২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৭৩ লাখ টাকার বেশি)। দক্ষিণী সিনেমার শক্তিশালী অভিনেতা প্রকাশ রাজ। তার অভিনয়ে মুগ্ধ হননি এমন দর্শক পাওয়া মুশকিল। ‘ওজি’ সিনেমায় সত্যনারায়ণ রায় বা ‘সত্যদা’ চরিত্রে অভিনয় করেছেন। এজন্য পারিশ্রমিক নিয়েছেন ১.৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৫ লাখ টাকা)।

অভিনেতা অর্জুন দাস নিজ নামেই ‘ওজি’ সিনেমায় অভিনয় করেছেন। চরিত্রটি রূপায়নের জন্য এ অভিনেতা নিয়েছেন ৪০ লাখ রুপি। সিনেমাটির পরিচালক সুজিত পারিশ্রমিক নিয়েছেন ৬-৮ কোটি রুপি।

ট্র্যাক টলিউডের তথ্য অনুসারে, ২০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘ওজি’ সিনেমা। মুক্তির আগেই সিনেমাটি নিজাম এরিয়ার থিয়েট্রিক্যাল স্বত্ব ৬০ কোটি রুপির বেশি মূল্যে বিক্রি হয়েছে, অন্ধ্রর স্বত্ব প্রায় ৭০ কোটি রুপি এবং সিডেড রাইটস ২৫ কোটি রুপিতে বিক্রি হয়েছে। মুক্তির আগেই সব মিলিয়ে সিনেমাটির আয় দাঁড়ায় ১৬০ কোটি রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ২২০ কোটি ৪৯ লাখ টাকা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/690g
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন