English

25 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬
- Advertisement -

বক্স অফিসে কত টাকা আয় করল ‘দ্য রাজাসাব’?

- Advertisements -

নাসিম রুমি: আলোচিত ‘দ্য রাজাসাব’ সিনেমা দিয়ে ২০২৬ সাল শুরু করেছেন তারকা অভিনেতা প্রভাস। মারুতি নির্মিত এ সিনেমা গত ৯ জানুয়ারি থেকে বিশ্বের ৩ হাজার ২০০ পর্দায় প্রদর্শিত হচ্ছে। ফ্যান্টাসি হরর-কমেডি ঘরানার সিনেমাটি তেলেগু, তামিল, কন্নড়, মালায়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে।

মুক্তির পরই সমালোচকদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া লাভ করে সিনেমাটি। দুর্বল চিত্রনাট্য, বিষয়বস্তুর অভাব, যুক্তিহীনভাবে গল্প টেনে নেওয়া নিয়ে সমালোচনা করেছেন। যদিও প্রভাসের অভিনয় প্রশংসা কুড়াচ্ছে। ডেকান ক্রনিকলের বি.ভি.এস. প্রকাশ সিনেমাটিকে পাঁচে রেটিং দিয়েছেন দুই। এটিকে হালকা গল্প, সেকেলে হাস্যরস অসামঞ্জস্যপূর্ণ নির্মাণশৈলী বলে মন্তব্য করেছেন।

‘দ্য রাজাসাব’ নিয়ে সমালোচকেরা কড়া সমালোচনা করলেও বক্স অফিসে শুরুটা দারুণ। তারপর ওঠানামার মধ্য দিয়ে যায় আয়ের গ্রাফ। যদিও এখন তা নিম্নমুখী। বলি মুভি রিভিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির প্রথম দিয়ে সিনেমাটি আয় করেছে ৫৪ কোটি রুপি (নিট), দ্বিতীয় দিনে আয় করেছে ২৫ কোটি রুপি (নিট), তৃতীয় দিনে আয় করেছে ২০ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করেছে ৬ কোটি রুপি।

পঞ্চম দিনে আয় করেছে ৫ কোটি রুপি (নিট), ৬ষ্ঠ দিনে আয় করেছে ৫ কোটি রুপি, সপ্তম দিনে আয় করেছে ৬ কোটি রুপি, অষ্টম ও নবম দিনে যথাক্রমে আয় করেছে ৩.২৫, ৩ কোটি রুপি। ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১২৯.২৫ কোটি রুপি (নিট)। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ১৯৭.৯ কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ২৬৬.৭২ কোটি টাকার বেশি।

তবে স্যাকনিল্কের প্রতিবেদনে আয় খানিকটা কম। তাদের তথ্য অনুযায়ী, ৯ দিনে ‘দ্য রাজাসাব’ সিনেমা ভারতে আয় করেছে ১৩৬.৬১ কোটি রুপি (নিট)। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৯৩ কোটি রুপি (গ্রস)। বাংলাদেশি মুদ্রায় ২৬০ কোটি ১২ লাখ টাকা।

প্রভাস ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, নিধি আগরওয়াল, মালবিকা মোহনান, ঋদ্ধি কুমার প্রমুখ। সিনেমাটিতে ‘বেসি’ চরিত্রে অভিনয় করেছেন নিধি আগারওয়াল। এটি তার জীবনের অন্যতম বিশেষ সিনেমা। এ অভিনেত্রী বলেন, “শুটিং সেটে যে আনন্দ ও স্বাচ্ছন্দ্য পেয়েছি, তা আগে কখনো পাইনি।”

৪০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন টি. জি. বিশ্ব প্রসাদ। মুক্তির আগে ‘দ্য রাজাসাব’ সিনেমা আয় করেছে ২০৭ কোটি রুপি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/v8jr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন