বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নিজস্ব প্রযোজনায় নির্মিত হয়েছে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। (১৯ সেপ্টেম্বর) শনিবার বিকেল বিটিভির অডিটোরিয়ামে এ স্বল্পদৈর্ঘ্যটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখসচিব ড.আহমদ কায়কাউস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যসচিব কামরুন নাহারসহ এ চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীরা।
‘আমার বাবার নাম’ চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রপ্ত কাহিনীকার ও বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশিদ।আর পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রপ্ত পরিচালক (প্রামাণ্য) ও বিটিভির নির্বাহী প্রযোজক ফজলে আজিম জুয়েল। চিত্রগ্রহন, সম্পাদনা, বড়ুয়া সুরজীত শিমন। আবহ সঙ্গীত নীল কামরুল। শিল্প নির্দেশনা মোহাম্মদ সেলিম।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, সমু চৌধুরী, নাইরুজ শিফাত, জয়রাজ, সাইফুল জার্নাল, বোরহান বাবু, শ্যামল জাকারিয়া প্রমুখ।
উক্ত চলচ্চিত্রে বাউল চরিত্রের জন্য একটি মাত্র গান রয়েছে।আর গানটিতে কণ্ঠ দিয়েছেন বোরহান বাবু।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে নির্মিত হয়েছে নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমার বাবার নাম’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/woqg
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন