English

24 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫
- Advertisement -

বছরের নজরকাড়া অভিনেত্রী

- Advertisements -

নাসিম রুমি: বছর শেষের দিকে। এর মধ্যে শুরু হয়েছে সারাবছর কে কী করল তার হিসাব-নিকাশ। বিনোদনের তারকারাও ফিরে দেখছেন তাদের কাজগুলো।

সাধারণ মানুষের নজর কেড়েছিলেন কোন কাজ নিয়ে? লিখেছেন- ফয়সাল আহমেদ

নুসরাত ফারিয়া

চলতি বছর সিনেমা হলে ফারিয়া অভিনীত একটিমাত্র ছবি মুক্তি পায় ‘জ্বীন ৩’। ছবিটি নিয়ে তেমন আলোচনা না হলেও এর ‘কন্যা’ গানটি সামাজিক মাধ্যমে ঝড় তোলে। এ ছাড়া চলতি বছরের মে মাসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন অভিনেত্রী। পরে অবশ্য জামিনে মুক্তি পান। সব মিলিয়ে বছরজুড়েই আলোচনায় ছিলেন তিনি।

সাবিলা নূর

১০ বছরের ক্যারিয়ারের পর সাবিলা মূলধারার বাণিজ্যিক সিনেমায় পা রাখেন চলতি বছর। শাকিব খানের সঙ্গ ‘তাণ্ডব’-এ তার রসায়ন ছিল বছরের অন্যতম আলোচনার বিষয়। চরিত্রটিতে সাবিলার প্রাণবন্ত উপস্থিতি, গানের দৃশ্যে উপস্থাপন তাকে আলোচনায় রেখেছে। বছরের শেষে আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন সাবিলা।

শিশুশিল্পী হিসেবে শুরু থেকে পূজা এখন ঢালিউডের প্রতিষ্ঠিত মুখ। চলতি বছরে মুক্তি পাওয়া ‘টগর’-এ জয়িতা চরিত্রে তার অভিনয় ছিল বাস্তবধর্মী। কয়েক বছরে তার ক্যারিয়ারে ওঠানামা থাকলেও এই সিনেমা তাকে নতুন করে আলোচনায় আনে। সামাজিক মাধ্যমে তার উপস্থিতি আর নতুন ছবির শুটিং মিলিয়ে বছরজুড়েই আলোচনায় ছিলেন তিনি।

শবনম বুবলী

শবনম বুবলীর বছরটি শুরু হয়েছিল মিশ্র অভিজ্ঞতা দিয়ে। একাধিক ছবির মুক্তি আটকে থাকলেও শেষে আসে ‘জংলি’। ইন্টার্ন চিকিৎসক তিথির চরিত্রে তার স্বচ্ছ, সাবলীল অভিনয় দর্শকের প্রশংসা কুড়ায়। পরে নতুন একাধিক ছবির শুটিং করেছেন। চুক্তিবদ্ধও হয়েছেন একাধিক ছবিতে। তবে কাজের সঙ্গে বছরজুড়ে ব্যক্তিগত জীবন ঘিরেও আলোচনায় ছিলেন তিনি।

ইধিকা পাল

২০২৩ সালে ‘প্রিয়তমা’ দিয়ে আলোচনায় আসা কলকাতার অভিনেত্রী ইধিকা পাল এ বছরেও নজর কেড়েছেন। ‘বরবাদ’-এ সাধারণ চাকরিজীবী থেকে প্রতিশোধপরায়ণ তরুণীর চরিত্রে তাকে নতুন করে পরিচিতি এনে দেয়। শাকিব-ইধিকার রসায়ন নিয়েও আলোচনা হয়েছে। বছরজুড়ে আরও কয়েকটি বাংলাদেশি সিনেমায় ইধিকার অভিনয়ের খবর শোনা যায়। কোনোটাই অবশ্য পরে সত্যি হয়নি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/u7ft
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন