English

30 C
Dhaka
সোমবার, অক্টোবর ২০, ২০২৫
- Advertisement -

বড় ক্ষতির মুখে ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার আনাদার

- Advertisements -

’নাসিম রুমি: লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার আনাদার’ থিয়েটারিকাল মুক্তির মাধ্যমে প্রায় একশ কোটি ডলার ক্ষতির মুখে পড়েছে। অতিরিক্ত বাজেটের কারণে এবং দর্শকদের আগ্রহের অভাবে সম্প্রতি মুক্তি পাওয়া বেশ কিছু সিনেমা বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হচ্ছে।

ভার্জিনিয়ার সিনেমা মালিক মার্ক ও’মিয়ারা জানান, এই সপ্তাহান্তে কিছু পুরস্কারপ্রার্থী সিনেমা খুবই খারাপ ব্যবসা করেছে, যার মধ্যে এ২৪ প্রযোজিত ডোয়াইন জনসন অভিনীত ‘দ্য স্ম্যাশিং মেশিন’ দ্রুত দর্শক হারিয়েছে এবং চ্যানিং টাটুম অভিনীত ড্রামেডি সিনেমা ‘রুফম্যান’ও দর্শক আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে।

 

সমালোচকরা ‘ওয়ান ব্যাটল আফটার আনাদার’ সিনেমাটিকে ‘চমৎকার’ বললেও প্রায় তিন ঘণ্টার এই ‘আর রেটেড’ মূল গল্পের সিনেমাটি প্রযোজক কোম্পানির জন্য ব্যবসায়িকভাবে খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। ওয়ালনার ব্রসের প্রযোজনায় সিনেমাটির উৎপাদন ব্যয় ১ হাজার ৩০০ কোটি ডলার এবং প্রচারণার জন্য ৭০০ কোটি ডলার খরচ হয়েছে।

টিকিট বিক্রির অর্থ স্টুডিও ও থিয়েটার পরিচালকদের মধ্যে সমান ভাগে বিভক্ত হয়। ডিক্যাপ্রিওর সিনেমায় প্রথম অর্থ প্রাপ্তির বিশেষ নিয়ম থাকায় স্টুডিওর জন্য ক্ষতি কমানো কঠিন হয়ে পড়েছে। ফান্ডাঙ্গোর বিশ্লেষক শন রবিনস মন্তব্য করেন, ‘এ ধরনের প্রিমিয়াম সিনেমা দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করতে ব্যর্থ হয়েছে। মানুষ এখন বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রিমিং প্ল্যাটফর্মে সিনেমা দেখার অভ্যস্ত হয়ে গেছে।’ কোভিড-পরবর্তী সময়ে প্রযোজকরা থিয়েটারে একচেটিয়াভাবে সিনেমা প্রদর্শনের সময়কাল উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছেন।

তুলনামূলক কম বাজেটের কারণে ‘রুফম্যান’ সিনেমার ক্ষতি কিছুটা কম। তবে ‘ওয়ান ব্যাটল আফটার আনাদার’ আন্তর্জাতিক মহলে বড় অস্কার প্রচারণার অংশ হলেও, ব্যবসায়িক দিক থেকে এটি বড় ক্ষতির মুখে।

অন্যদিকে, এ২৪-এর নতুন প্রযোজনা নীতি অনুসারে বড় বাজেটের সিনেমার ঝুঁকি বেড়ে গেছে। প্রায় ৫০০ কোটি ডলারের বাজেটের ‘দ্য স্ম্যাশিং মেশিন’ ব্যর্থ হলে ক্ষতির মাত্রা অনেক বেশি হতে পারে। যদিও বিদেশি চুক্তি বিক্রি করে আংশিক ঝুঁকি কমানোর চেষ্টা করা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2l23
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন