নাসিম রুমি: বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রাজনীতিবিদদের পাশাপাশি শোক প্রকাশ করছেন শোবিজ অঙ্গনের তারকারাও।
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে অভিনেত্রী জয়া আহসান বলেছেন, তিনি বড় দুঃসময়ে বিদায় নিয়েছেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে জয়া আহসান লেখেন, বেগম খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন। সামনে নির্বাচন, গণতন্ত্রের জন্য মানুষ অপেক্ষা করছে। তার উপস্থিতির মূল্যই ছিল অসামান্য।
তিনি আরও লেখেন, রাজনীতিতে মত ও পথের ভিন্নতা থাকাই স্বাভাবিক। তবে সামরিক শাসনবিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে খালেদা জিয়া ছিলেন একটি গুরুত্বপূর্ণ চরিত্র।
জয়া আরও লিখেন, সাহস ও নেতৃত্বে তিনি ছিলেন উজ্জ্বল। তার বিদায়ের মধ্য দিয়ে দেশের দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের একটি অধ্যায় শেষ হলো। তার আত্মা চিরপ্রশান্তি লাভ করুক।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি মৃত্যুবরণ করেন।
