বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের মুম্বইয়ের অফিস ভেঙে দিয়েছে বিএমসি। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন পরিচালক রিমা কাটগি। এবার এই ঘটনায় মুখ খুললেন অভিনেত্রী দিয়া মির্জা। রিয়া চক্রবর্তীর সঙ্গে সংবাদমাধ্যমের আচরণ নিয়েও মুখ খুলেছিলেন দিয়া। রিয়ার সমর্থনেই কথা বলেছিলেন। আর এবার কঙ্গনার অফিস ভেঙে দেওয়ায় বিএমসিকে তীব্র নিন্দা করলেন তিনি।
দিয়া টুইট করেছেন, কঙ্গনার অফিস ভেঙে দেওয়ার ঘটনাকে তীব্র নিন্দা করছি। রিয়াকে হেনস্থা করা এবং গালাগাল করাকেও নিন্দা করছি। কোনো এক দিকের পক্ষ নেওয়াটা প্রয়োজন নয়। যেটা ঠিক নয় সেটার বিরুদ্ধে শুধু সরব হওয়া প্রয়োজন। মনে রাখা দরকার এই একই ঘটনা আপনার সঙ্গেও ঘটতে পারে।
কঙ্গনার অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়ার এই ঘটনার পরে উত্তাল মুম্বাইয়ের পরিস্থিতি। এই ঘটনার নিন্দা করেছেন অনেকেই। কঙ্গনা জানিয়েছেন তার মারাঠি শুভাকাঙ্খীরা তাকে ফোন করে খোঁজখবর নিচ্ছেন। তারাও নাকি বলছেন মহারাষ্ট্র সরকারের গুন্ডারাজে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এই ঘটনার পাল্টা জবাব দিয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউতও।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন