English

23 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
- Advertisement -

বলিউড থেকে কি বিদায় নিলেন আনুশকা?

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলি দম্পতির মেয়ে ভামিকার পঞ্চম জন্মদিন ছিল রোববার (১১ জানুয়ারি)। তার জন্মদিনে আনুশকা পুনরায় সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে নিয়েছেন। জানিয়েছেন, মাতৃত্ব কীভাবে তার জীবনকে পাল্টে দিয়েছে।

২০২১ সালের ১১ জানুয়ারি মেয়ে ভামিকাকে জন্ম দিয়েছিলেন আনুশকা শর্মা। তারপর থেকেই কার্যত নিজের কাছ থেকে বিরতি নিয়েছিলেন তিনি। স্বামী এবং সংসার— এই দুটি মিলেই এখন আনুশকার জীবন।

মাতৃত্বের পর নিজের পরিবর্তিত জীবনের কথা উল্লেখ করে সামাজিক মাধ্যমের একটি পোস্টে অভিনেত্রী লিখেছেন—মাতৃত্বকে তোমায় বদলে দিতে দাও, তোমার এই নতুন রূপের দায়িত্ব নাও তুমি। পুরোনো জীবনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাচ্চাদের সঙ্গে নতুন জীবনের মজা নাও। ক্লান্ত চোখ এবং একটি পরিপূর্ণ হৃদয়, যার কথা কখনো কেউ উল্লেখ করেনি, সেই জীবন তোমার জন্য অপেক্ষা করছে।

আনুশকা আরও লিখেছেন— মাতৃত্ব একটি বৈপরীত্য ঘটনা, যেখানে ভালোবাসা ও ক্লান্তি, বেড়ে ওঠা এবং স্থগিত সবকিছুই পাশাপাশি বাস করে। এই ছোট্ট ছোট্ট মুহূর্তই আমাদের নিজেদের গঠন করতে সাহায্য করে।

অভিনেত্রী বলেন, আমি আর এমন কোনো সংস্করণে ফিরে যাব না, যে তোমাকে চেনে না। আমার সন্তান। ১১ জানুয়ারি ২০২১, (লাল হৃদয়ের ইমোজি)।

এ পোস্টের মাধ্যমেই যে নিজের অভিনয়জীবনের অবসর ঘোষণা করে দিলেন আনুশকা, সেটি মোটামুটি অনুমান করেছেন তার ভক্ত-অনুরাগীরা।

বেশ কয়েক মাস বিদেশে থাকার পর গত বছরের ডিসেম্বরে ভারতে ফিরে আসেন আনুশকা শর্মা। লিওনেল মেসির সঙ্গে দেখা করার পাশাপাশি একটি ম্যাচ খেলার জন্য ভারতে এসেছিলেন বিরাট, সঙ্গে ছিলেন আনুশকাও।

আনুশকা চিরকাল এমন একটি জীবন চেয়েছিলেন যেখানে তিনি তার স্বামী এবং সন্তানকে নিয়ে সুখে সংসার করবেন। একটু ব্যস্ততম জীবনের থেকে তিনি এমন একটি জীবন সবসময় বেছে নেওয়ার কথা বলেছিলেন, যেখানে থাকবে না কোনো ব্যস্ততা, শুধুই সন্তানদের সময় দিতে পারবেন তিনি। আর সেই স্বপ্নপূরণই করেছেন আনুশকা। অভিনয় থেকে পুরোপুরি বিরত রয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/wlw7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন