English

33 C
Dhaka
রবিবার, অক্টোবর ২৬, ২০২৫
- Advertisement -

বাগি ফোর নিয়ে বিপাকে সেন্সর বোর্ড

- Advertisements -

নাসিম রুমি: প্রেম, প্রতিশোধ আর অ্যাকশনের বিস্ফোরণ, এমন এক ধুন্ধুমার ঝড় নিয়ে হাজির হয়েছে টাইগার শ্রফ ও সঞ্জয় দত্তের বহুল প্রতীক্ষিত ছবি ‘বাগি ফোর’। সদ্য প্রকাশিত টিজারই যেন চারদিকে ঝড় তুলেছে আলোচনার। তুমুল অ্যাকশন আর রোমাঞ্চকর প্রেমকাহিনি দর্শকের রক্ত যেমন গরম করে দিচ্ছে, তেমনি এই সিনেমার ছাড়পত্র দিতে গিয়েই যেন হিমশিম খাচ্ছে ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ড

ভারতীয় গনমাধ্যাম সূত্রে জানা যায়, এই সিনেমার মোট ২৩টি দৃশ্যে কাঁচি চালানো হয়েছে। আরও জানা গেছে, ছবির একাধিক সংলাপে গালাগাল, রক্তগঙ্গা বয়ে যাওয়া হাড়হিম করা অ্যাকশন সিকোয়েন্স থেকে রগরগে নগ্ন দৃশ্য, এমনকী কনডমের ব্যবহারও দেখানো হয়েছে। আর সেসব কারণেই তেইশটি দৃশ্যের কিছু দৃশ্য পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে, আবার কোনোটা পুরোপুরি ছবি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে।

এছাড়াও ছবির এক দৃশ্যে যীশু মূর্তিতে ছুরিকাঘাত করা হয়। আরেক চরিত্রকে দেখা যায় কফিনের ওপর দাঁড়িয়ে থাকতে, সেই দুটি দৃশ্যে পুরোপুরি কাঁচি চালানো হয়েছে। আরেক দৃশ্যে প্রদীপের শিখা থেকে বিড়ি জ্বালাতে দেখা যায়। আর কাঁপন ধরিয়ে দেওয়া সিনেমার সবথেকে রোমহর্ষক সিকোয়েন্সটি সঞ্জয় দত্তের। যেখানে ‘ইয়ে মেরা হুসন’ গানটিতে কাটা হাতে অভিনেতাকে সিগারেট জ্বালাতে দেখা যায়। এই দুই দৃশ্যও নির্মাতাদের ছেঁটে ফেলার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। গালিগালাজ, অশ্লীল সংলাপও ‘মিউট’ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।তবে শেষমেশ ‘বাগি ফোর’-কে ‘এ’ সার্টিফিকেট দিয়ে রিলিজের ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড।

এ. হর্ষের পরিচালনায় নির্মিত এ সিনেমায় টাইগার শ্রফ ও সঞ্জয় দত্তের পাশাপাশি অভিনয় করেছেন, সোনম বাজওয়া, হরনাজ সান্ধু, সুনিত মোরারজিসহ আরও অনেকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/cnan
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন