English

15 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫
- Advertisement -

বাজে মন্তব্য বিষয়ে মুখ খুললেন সায়ন্তিকা

- Advertisements -
এবার সামাজিক মাধ্যমে ‘অশ্লীল’ মন্তব্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। অশালীন মন্তব্যের জন্য দায়ী করে শিলাদিত্য নামের এক ব্যক্তির বিরুদ্ধে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন তিনি। শুধুমাত্র একটি অ্যাকাউন্টই নয়, অভিযুক্ত ওই ব্যক্তির একাধিক অ্যাকাউন্টের নাম উল্লেখ করেন অভিনেত্রী।
Advertisements

পোস্টটিতে সায়ন্তিকা লেখেন, ‘সবাই যান গিয়ে দেখে আসুন @sila_ditya20 এর কমেন্ট আমার আগের পোস্টে। সরি শিলাদিত্য আমি আপনাকে এত গুরুত্ব দিতে চাইনি। কিন্তু আপনার উচিত এবার অন্য মহিলাদের সম্মান দেওয়া শুরু করা। আমি আপনাকে বলেছি নিস্তব্ধতা মানুষ ভুল ভাবে। @Siladitya410 এর আরেকটা আইডি। এবার অন্তত আপনার মুখটা বন্ধ করা উচিত।’

সাথে আরো যোগ করেন, ‘আজ আমি যা কিছু অর্জন করেছি, তার জন্য সবসময় কৃতজ্ঞ আমার অনুরাগী ও শুভানুধ্যায়ীদের কাছে। কিন্তু নোংরামির বিরুদ্ধে আওয়াজ তোলাও আমার দায়িত্বের মধ্যে পড়ে। মহিলাদের এভাবে অসম্মান কোনভাবেই সহ্য করা যায় না। আপনি কাউকে পছন্দ বা অপছন্দ করতেই পারেন। কিন্তু তা বলে এসব নয়। এবার আপনার চুপ করা উচিত।’

সায়ন্তিকার পোস্টে মন্তব্য করেছেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীও। বিষয়টি নিয়ে সাইবার ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ দায়ের করার কথা পরামর্শ দেন তিনি।

অভিনয় সাফল্যে ক্যারিয়ারের সোনালী অধ্যায় পার করছেন সায়ন্তিকা। অভিনয়গুণে অনেক আগেই নিজের শক্ত অবস্থান করে নিয়েছেন অভিনয় জগতে। টলিউডে কাজ করার পাশাপাশি আজকাল রাজনীতিতেও ঝুঁকেছেন তিনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8mdu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

সংস্কৃতি অঙ্গন হারিয়েছে যাদের

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন