বাবা নামটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যে কোন বয়সী সন্তানের হ্রদয়ে শ্রদ্ধা কৃতজ্ঞতা আর ভালোবাসার এক অনুভব জাগে। হঠাৎ যদি বাবার কোন স্মৃতি চোখের সামনে এসে যায় তখন প্রতিটি সন্তান প্রচন্ড ভাবে মিস করে তার প্রিয় বাবাকে। ছোট বেলায় বাবা ঈদের দিনে মাঠে নামাজ পড়তে যাবার সময় ছোট্ট সন্তানকে কিনে দিয়েছিলেন একটি তালপাতার খেলনা টিয়া পাখি। দীর্ঘ প্রায় ৫০/৬০ বছর পর যখন সেই সন্তান হঠাৎ দেখতে পেলেন রাস্তায় এক বৃদ্ধ ঠিক সেই খেলনা পাখি বিক্রি করছেন তখনই মনে পড়ে গেলো তার সেই পুরনো দিনের কথাগুলো। তিনি গাড়ি থেকে নেমে কাছে গেলেন সেই বৃদ্ধ খেলনা পাখি বিক্রেতার কাছে। হাতে তুলে নিলেন সেই পাখিটি। সেই সাথে তার বাবাকে নিয়ে তার সেই দিনগুলোর স্মৃতিচারন করলেন সবার সাথে। যার কথা বলছিলাম তিনি বাংলা চলচ্চিত্রের রাজকুমার কিংবদন্তি জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন।
আজ সকালে ইলিয়াস কাঞ্চন তার নিজস্ব ফেসবুক লাইভে আসেন। এবং লাইভে এসেই একটি খেলনা পাখি বিক্রেতার কাছে যান এবং একটি পাখি হাতে তুলে নেন। এরপর তিনি সবার উদ্দেশ্যে তার বাবার স্মৃতি সম্পর্কে কিছু কথা বলেন। ইলিয়াস কাঞ্চন খেলনা পাখি বিক্রেতার কাছ থেকে একটি পাখি নেন। এবং পাখিটির মুল্য হিসেবে বিক্রেতার কাছ থেকে সম্মতি নিয়েই তিনি কিছু অর্থ প্রদান করেন।
লাইভে ইলিয়াস কাঞ্চন বলেন, বাবা হলেন পৃথিবীর একমাত্র ব্যক্তি, যিনি শত চিন্তা মাথায় নিয়েও তার সন্তানদের কে নিঃস্বার্থভাবে ভালোবেসে যায়। বাবার ভালোবাসার কাছে পৃথিবীর সমস্ত ভালোবাসা মলীন। আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমার খুশির জন্য সেদিন একটি খেলনা পাখি কিনে দিয়েছিলেন। তখন হয়তো পাখিটির দাম ৫০ পয়শা বা তারও কম ছিলো কিন্তু তখনকার সময় ঐ পয়শাটায় অনেক ছিলো।
বাবা শব্দটি প্রতিটি সন্তানের জীবনে অতি আপন একটি শব্দ। এই শব্দটির মাঝে আকাশ সমান ভালোবাসা আদর যত্ন ও সোহাগ লুকিয়ে আছে। কেননা পৃথিবীতে বাবা হচ্ছে প্রতিটি সন্তানের জন্য মাথার উপরের ছায়া ভরসা নিঃস্বার্থ আদর যত্ন ও সোহাগ প্রদানের একজন ব্যক্তি। যিনি সন্তানদের সুখের জন্য নিজের জীবনের সকল চাওয়া পাওয়া ও ইচ্ছে আনন্দ গুলো বিলিয়ে দিয়ে থাকেন। বাবা এমন একজন ব্যক্তি যিনি জীবন সংগ্রামের একজন শ্রেষ্ঠ সৈনিক ও আদর্শ যোদ্ধা। যিনি সংগ্রাম কিংবা যুদ্ধের ভয়ে কখনোই যুদ্ধের মাঠ ত্যাগ করার কথা ভাবেন না। ইলিয়াস কাঞ্চন সকল বাবাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ বাবাকে কখনো অবহেলা করবেন না। কারন একবার যদি বাবার হাত আপনার মাথার ওপর থেকে সরে যায়, তখন আপনি বুঝতে পারবেন যে, জীবন কতো কঠিন। তিনি সকল সন্তানকে তার বাবার প্রতি যত্ন ভালোবাসা প্রদানের আহবান জানান।
ভিডিও লিংক