English

34.5 C
Dhaka
শনিবার, জুলাই ১২, ২০২৫
- Advertisement -

বাবা সিদ্দিকী খুন, বাড়ল সালমানের নিরাপত্তা

- Advertisements -

নাসিম রুমি: ভারতের মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী অজিত পাওয়ারের দল এনসিপির নেতা বাবা সিদ্দিক খুন হয়েছেন। এ ঘটনার পর বাড়ানো হয়েছে সালমান খানের নিরাপত্তা।

শনিবার গভীর রাতে লীলাবতী হাসপাতালে গিয়ে সমবেদনা জানাতে প্রয়াত সিদ্দিকের পরিবারের সাথে দেখা করেন সালমান খান। এছাড়া বাড়ানো হয়েছে সালমানের বাড়ির নিরাপত্তাও।

জানা গেছে, রবিবার (১৩ অক্টোবর) ওই গ্যাংয়ের এক সদস্যের পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে বলিউড সুপাস্টার সালমান খানের উদ্দেশে হুমকি দেওয়া হয়েছে। সেই সঙ্গে মেনে নেওয়া হয়েছে, বাবা সিদ্দিকের খুনে তারা জড়িত।

বিষ্ণোই গ্যাংয়ের ওই সদস্যের পোস্টে লেখা হয়েছে, ‘সালমান খান, আমরা এই লড়াই চাইনি। কিন্তু আপনার জন্য আমাদের ভাই প্রাণ হারিয়েছে। বাবা সিদ্দিক এক সময় দাউদ ইব্রাহিমের সঙ্গে কাজ করেছেন। এখন ভদ্র সেজেছিলেন। দাউদ এবং অনুজ থাপানের সঙ্গে ওর সম্পর্কই ওর মৃত্যুর কারণ। কারও সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনও শত্রুতা নেই। কিন্তু সালমান খান বা দাউদের গ্যাংকে যারা সাহায্য করেন, তারা সাবধান। আমাদের কোনও ভাইয়ের গায়ে কেউ হাত দিলে, আমরা শাস্তি দেব। আমরা প্রথমে মারি না। প্রতিশোধ নিই।’

৬৬ বছরের বর্ষীয়ান নেতাকে শনিবার দশেরার অনুষ্ঠান চলাকালীন গুলি করে খুন করা হয়। তিন জন হত্যাকারী গুলি চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে। তাদের মধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতোমধ্যেই। হরিয়ানার গুরমেল সিংহ এবং উত্তরপ্রদেশের ধরমরাজ কাশ্যপের সঙ্গে তৃতীয় জনকেও চিহ্নিত করেছে পুলিশ। তার নাম শিব কুমার। তিনিও উত্তরপ্রদেশের বাসিন্দা বলেই জানতে পেরেছে পুলিশ। তার খোঁজ চলছে।

পুলিশ জানিয়েছে, এই তিন জন ছাড়াও আরও এক জন এই চক্রান্তের সঙ্গে জড়িত। যিনি নেপথ্যে থেকে পরিকল্পনা করেছিলেন। তাকেও খুঁজছে পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, কয়েক সপ্তাহ ধরে সিদ্দিককে খুন করার প্রস্তুতি নিয়েছিল‌েন ওই তিন জন। বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন তারা।

আগেই তাদের ৫০ হাজার টাকা অগ্রিম দিয়ে দেওয়া হয়েছিল এই কাজের জন্য। বাকি অর্থ পরে দেওয়ার চুক্তি ছিল। তিন জনই মূলত ভাড়াটে খুনি, জানতে পেরেছেন তদন্তকারীরা।

কুখ্যাত গ্যাংস্টার বিষ্ণোই এখন জেল খাটছেন। কিন্তু তার গ্যাং সক্রিয়। কিছু দিন আগে সালমানের বাড়ির সামনে গুলি চলেছিল। সেই ঘটনাতেও বিষ্ণোই গ্যাংয়ের জড়িত থাকার কথা জানিয়েছিল পুলিশ।

সালমানের বাবা সেলিম খানকেও হুমকি দেওয়া হয় কিছু দিন আগে। সালমানের সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের বিবাদ অনেক দিনের। সিদ্দিকের খুনের সঙ্গে সেই বিবাদের সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3fr4
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন