English

30.6 C
Dhaka
রবিবার, জুলাই ২০, ২০২৫
- Advertisement -

বিদেশে বাড়ছে দেশের শিল্পীদের কনসার্ট

- Advertisements -

নাসিম রুমি: দেশে কমছে কনসার্ট, বিপরীতে বিদেশে বাড়ছে দেশের শিল্পীদের কনসার্টের সংখ্যা। রোজার মাস উপলক্ষে মার্চে দেশে নেই কোনো কনসার্টের আয়োজন। রোজার আগেও কনসার্টপ্রেমীদের জন্য সময়টা ভালো যায়নি। সাম্প্রতিক সময়ে দেশের পরিস্থিতি বিবেচনায় স্থগিত হয়েছে একাধিক কনসার্ট। এ নিয়ে শিল্পীদের কপালে চিন্তার ভাঁজ পড়লেও বিদেশে বাড়ছে কনসার্টের সংখ্যা। ঈদের পর থেকেই কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ব্যস্ত সময় পার করবেন শিল্পীরা।

 

৩১ মার্চ কাতারের এশিয়ান টাউন অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হবে ‘লাইভ মেগা কনসার্ট’। কনসার্টটিতে গাইবেন মনির খান, আঁখি আলমগীর, ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, বেলাল খান, সাথী খান, বেলি আফরোজ, মুন ও আরফিন রুমি। আয়োজক স্যান্ড সিটি সার্ভিস থেকে জানানো হয়েছে, এর আগে কাতারে এত বড় আয়োজনে কনসার্ট হয়নি। অনলাইনে ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।

বৈশাখ উপলক্ষে এপ্রিলে যুক্তরাষ্ট্র মাতাবেন শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক। ১৯ এপ্রিল ডালাসে অনুষ্ঠিত ‘বাংলা ফোক রক ফেস্ট’ কনসার্টে অর্ণব ও সুনিধির সঙ্গে গাইবেন আর্টসেল ব্যান্ডের সাবেক সদস্য এরশাদ জামান। জানা গেছে, যুক্তরাষ্ট্রে আরও কয়েকটি কনসার্ট নিয়ে আলোচনা করছেন অর্ণব ও সুনিধি।

ব্যান্ড দলছুট নিয়ে এপ্রিল-মে মাসে কানাডা ট্যুরে যাবেন বাপ্পা মজুমদার। ১৯ এপ্রিল ক্যালগেরি, ২৫ এপ্রিল টরন্টো, ২৭ এপ্রিল ভ্যাঙ্কুভার এবং ৩ মে হলিফ্যাক্সে গান শোনাবে দলছুট। প্রতিটি কনসার্টেই দলছুটের সঙ্গে গাইবেন এলিটা করিম।

এদিকে এক বছর বিরতি দিয়ে আগামী জুন মাসে আবারও যুক্তরাষ্ট্রে গান শোনাতে যাচ্ছেন নগর বাউল জেমস। ১৪ জুন যুক্তরাষ্ট্রের ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে এক কনসার্টে অংশ নেবেন তিনি। বলা হচ্ছে, এটি হতে যাচ্ছে বাংলাদেশি কোনো সংগীতশিল্পীর জন্য নতুন ইতিহাস। আয়োজকেরা জানিয়েছেন, এর আগে ডালাসে এত বড় ভেন্যুতে কোনো বাংলাদেশি শিল্পীর কনসার্ট হয়নি। ‘চ্যাপ্টার টু: জেমস লাইভ ইন ডালাস’ শিরোনামের এই কনসার্টের টিকিট বিক্রি শুরু করেছেন আয়োজকেরা। সর্বশেষ ২০২৩ সালে কনসার্ট করতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন জেমস। সাতটি কনসার্টে গান শোনানোর কথা থাকলেও সেই ট্যুরে ২০টির বেশি আয়োজনে গেয়েছিলেন তিনি।

 

জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ১০টি শহরে পারফর্ম করতে যাচ্ছেন আরেক সংগীতশিল্পী প্রীতম হাসান। তারিখ চূড়ান্ত না হলেও ইতিমধ্যে জায়গার নাম জানিয়েছেন প্রীতম। যুক্তরাষ্ট্রের ডালাস, মিয়ামি, ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, বোস্টন, নিউ জার্সি, স্যান জোস, লস অ্যাঞ্জেলেস, হিউস্টন ও মিশিগানে গান শোনাবেন প্রীতম হাসান।

সব মিলিয়ে বছরটা শিল্পীদের বিদেশ সফরের বছর বলেই ধরে নেওয়া যায়। আর এসব আয়োজন একই দিকে যেমন ব্যান্ড ও শিল্পীদের মনে স্বস্তি এনে দিচ্ছে, তেমনি বাংলা গানের প্রচার-প্রসারেও বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mtag
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন