English

21.5 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬
- Advertisement -

বিদেশ সফর থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে অক্ষয়-টুইঙ্কেল

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের তারকা জুটি অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্না সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। তবে বড় দুর্ঘটনা হলেও স্বস্তির খবর—এই ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। যদিও দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধারে নেমে বাস্তবের ‘হিরো’ হিসেবেই ধরা দিয়েছেন ‘খিলাড়ি’ অভিনেতা।

বিদেশ সফর শেষে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় মুম্বাইয়ে ফেরার পর জুহু এলাকায় ঘটে যায় একটি সড়ক দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ২৫তম বিবাহবার্ষিকী উদ্‌যাপন শেষে বিদেশ থেকে ফেরার পর অভিনেতা দম্পতির গন্তব্য ছিল জুহু এলাকার বাসভবন। বিমানবন্দর ছাড়ার কিছুক্ষণ পরই জুহুর সিলভার বিচ ক্যাফের কাছে একটি নিয়ন্ত্রণহীন মার্সিডিজ গাড়ি একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ছিটকে পড়ে অক্ষয় কুমারের নিরাপত্তারক্ষীদের একটি এসকর্ট গাড়িতে, যা পরে অভিনেতার বিলাসবহুল গাড়িতে আঘাত করে। মুহূর্তের মধ্যে চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং অটোরিকশাটি গুরুতরভাবে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই নিজের গাড়ি থেকে নেমে আসেন অক্ষয় কুমার।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি ও তার নিরাপত্তাকর্মীরা মিলে ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি সরিয়ে চালক ও এক যাত্রীকে উদ্ধার করেন।

এদিকে স্যোশাল মিডিয়ায়ি একটি ভিডিওতে দেখা যায়, অটোরিকশার ভেতরে আটকে পড়া এক ব্যক্তিকে একাধিক মানুষ মিলে টেনে বের করে আনছেন। স্থানীয় বাসিন্দাদের অনেকেই এই দ্রুত তৎপরতায় অংশ নেন।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি। অটোরিকশার চালক ও যাত্রী প্রাথমিক চিকিৎসা পেয়েছেন এবং তাঁদের অবস্থা স্থিতিশীল। আহতদের দ্রুত সহায়তার ব্যবস্থাও করেন অক্ষয় কুমার নিজেই।
ঘটনাস্থলে মহারাষ্ট্র দুর্নীতি দমন ব্যুরোর মহাপরিচালক বিশ্বাস নাংরে পাটিল উপস্থিত ছিলেন বলেও জানা গেছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

২০০১ সালে টুইঙ্কেল খান্না ও অক্ষয় কুমারের বিয়ে হয়। চলতি বছর তাদের দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিদেশে সময় কাটাচ্ছিলেন এই তারকা জুটি।

কয়েকদিন আগে সেই আনন্দের মুহূর্তের বেশ কিছু ছবি ও ভিডিও ভাগ করে নিয়েছিলেন তারা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/z211
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন