নাসিম রুমি: পাকিস্তানের জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম হানিয়া আমির। পাকিস্তানি ড্রামার সফলতম এই নায়িকা নানা সময় টিকটক ও নিজের ডেইলি ভ্লগ শেয়ার করেন ভক্তদের সঙ্গে। হানিয়াকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তাদের আগ্রহের সবচেয়ে বড় বিষয় হলো কবে বিয়ে করছেন এই অভিনেত্রী।
এদিকে, বিয়ে হওয়ার আগেই হানিয়ার বিচ্ছেদের ঘোষণা দিয়ে দিয়েছেন এক জ্যোতিষী। ওই জ্যোতিষীর ভবিষ্যদ্বাণীর সূত্র ধরে একটি প্রতিবেদন করেছে এক পাকিস্তানি টিভি চ্যানেল।
তাতে জ্যোতিষী দাবি করেন, হানিয়ার জন্মকুণ্ডলী ও রাশিচক্র বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৬ সালে তার বিচ্ছেদ ঘটবে।
এদিকে, প্রতিবেদনটি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে খানিকটা রসিকতার সুরেই হানিয়া লিখেছেন, ‘অদ্ভুত, আগে অন্তত বিয়েটা হতে দিন।’
হানিয়ার মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক অনুরাগী মজার ছলে লিখেছেন, ‘তাহলে তুমি গোপনে বিয়ে করেছ আর আমাদের কিছুই বলোনি?’ কেউ আবার প্রশ্ন তোলেন, ‘বিয়ের আগেই ডিভোর্স কীভাবে হয়?’
সাবেক প্রেমিক, গায়ক আসিম আজহারের সঙ্গে আবারও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন হানিয়া আমির—গত বছরের শেষভাগে এমন গুঞ্জন ছড়িয়েছে। কেউ কেউ বলছেন, এই বছরই তারা বিয়েটা সারবেন। তবে প্রেমের গুঞ্জন নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কেউ কোনো মন্তব্য করেননি।
