নাসিম রুমি: বলিউডের আলোচিত অভিনেত্রী তামান্না ভাটিয়া। দীর্ঘদিন ধরেই অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে সম্পর্কের গুঞ্জন রয়েছে তার। ‘লাস্ট স্টোরিজ ২’-এ প্রথমবার একসঙ্গে অভিনয় করতে দেখা যায় তাদের। সেসময় এই জুটির রসায়ন নজর কেড়েছিল দর্শকের।
সেই সিরিজের শুটিং সেট থেকেই সম্পর্কে জড়ান দু’জন। যদিও সেই সম্পর্কের কথা কখনোই প্রকাশ্যে আনেননি তারা। তবে মাঝেমধ্যেই মুম্বইয়ের রাজপথে, শপিং মলের বাইরে কিংবা সিনেমা হলে একসঙ্গে দেখা যায় জুটিকে। এমনকি বিদেশ ভ্রমণের সময় এয়ারপোর্টেও পাপারাজ্জিদের মুখোমুখি হন তারা। বিজয়কে নিয়ে তামান্না বলেন, আমার আর বিজয়ের সম্পর্কের সেতু হলো সিনেমা।
আমরা একসঙ্গে প্রচুর সিনেমা, ওয়েব সিরিজ দেখি। শুধু দেখি না, তা নিয়ে আলোচনাও করি। যদিও আমি বিজয়ের থেকে বেশি সিনেমা দেখি। আমার মতে আমাদের সম্পর্কের দৃঢ় বন্ধনের কারণ সিনেমাই। এবার জানা গেছে, ২০২৫ নাগাদ চার হাত এক হতে চলেছে এই জুটির। দু’জনের পরিবারই উদ্যোগ নিয়ে তাদের বিয়ের পরিকল্পনা করছেন। এমনকি বিয়ের প্রস্তুতিও নেয়া শুরু করেছেন তারা।
এরইমধ্যে তামান্নার বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করছে। সব কিছুতেই পরিবর্তন আনা হচ্ছে। শুধু তাই নয়, বিজয়ের সঙ্গে থাকার জন্য বিলাসবহুল আবাসনের খোঁজ করছেন তামান্না। বিয়ের আগে নতুন বছরের শুরুতে বাগদানও সারতে চলেছেন তারা।