English

34 C
Dhaka
মঙ্গলবার, জুন ৬, ২০২৩
- Advertisement -

বিয়ে অনুষ্ঠানের ১৮ দিনেই বাবা হলেন রোশন

- Advertisements -

নাসিম রুমি: চলতি মাসের ৬ তারিখেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আর ২৪ তারিখে জানা গেল চিত্রনায়ক রোশান বাবা হয়েছেন। বিয়ের অনুষ্ঠানের মাত্র ১৮ দিনের মধ্যে বাবা হওয়ার ঘটনা অনেকেই অবাক হয়েছেন। তবে অবাক হবার কিছু নেই।

Advertisements

রোশান ২০২০ সালের ১১ জুন গোপনে রোশানের উত্তরার বাসায় বিয়ে করেন তাহসিনা এশাকে।
গোপনীয়তা ভঙ্গ করেন চলতি মাসে। দু’পক্ষের পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে ০৬ মে সন্ধ্যায় বিবাহত্তোর সংবর্ধনা আয়োজন করেন। রোশানের স্ত্রী তাহসিনা এশা এখন আট মাসের অন্তঃসত্ত্বা।

সন্তান জন্মের আগে তাই বিয়ের খবরটি তাঁরা সবার সামনে আনতে চেয়েছিলেন তাই এ আয়োজন।
এদিকে বুধবার ২৪ মে সকাল ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী তাহসিনা এশা এক ফুটফুটে মেয়ের জন্ম দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রোশান নিজেই।

রোশান বলেন, ‘বর্তমানে মা ও মেয়ে দু’জনই সুস্থ আছেন।

Advertisements

তবে মেয়ের নাম এখন চুড়ান্ত করা হয়নি। শিগগিরই আকিকার অনুষ্ঠানের মাধ্যমে আমার মেয়ের নাম জানাবো সবাইকে। বাবা হওয়ার অনুভূতি সত্যি অন্যরকম, যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি সেই অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। শুধু এটাই বলতে চাই আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন।

২০২০ সালের ১১ জুন বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তাঁরা। সেদিন তাঁর এক বন্ধুর উত্তরার বাসায় কাজি ডেকে বিয়ের কাজটি সেরে নেন তাঁরা। এত দিন পর বিয়ের খবর প্রকাশ্যে আনা প্রসঙ্গে রোশান সেদিন বলেছিলেন, ‘আমাদের কাছের অনেকেই বিয়ের বিষয়টি জানত। কথায় কথায় অনেককে বলেও দিতাম। পাবলিকলি জানাইনি, কারণ আমার শ্বশুরবাড়িতে সবাই সঠিকভাবে বিয়ের বিষয়টি জানতেন না।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন