নাসিম রুমি: বিয়ে করলেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া।গতকাল শুক্রবার পারিবারিক আয়োজনে সম্পন্ন হয়েছে বিয়ে। অভিনেত্রীর বরের নাম সালমান আরাফাত।
গতককল রাতে বরের সঙ্গে বেশ কয়েকটি বিয়ের ছবি শেয়ার করেছেন নাদিয়া। প্রথমে বিয়ের মঞ্চে বরের মুখোমুখি বসে থাকার একটি ছবি শেয়ার করে নাদিয়া লিখেন, আলহামদুলিল্লাহ!
একইভাবে নাদিয়ার বরও দুজনের ছবিটি শেয়ার করে লিখেন, আলহামদুলিল্লাহ।
ছবিতে বর-কনে দুজনকেই একেবারে সাদা পোশাকে দেখা গেছে। দুই পরিবারের সদস্য ছাড়া শোবিজের কারো উপস্থিতি চোখে পড়েনি।
তবে ছবি পোস্ট করা মাত্রই অভিনন্দনের বার্তায় ভাসছেন নাদিয়া।
ছোট পর্দার এই তরকা অসংখ্য নাটকে অভিনয করে দর্শকদের মন জয় করে নিয়েছেন।