English

33.8 C
Dhaka
শনিবার, মে ১৭, ২০২৫
- Advertisement -

বিয়ে করলেন মডেল ও অভিনেত্রী তানজিকা, পাত্র যিনি

- Advertisements -

অভিনেত্রী ও মডেল তানজিকা আমিন। রুপালি পর্দা দিয়ে দেশের বিনোদন অঙ্গনে পরিচিতি পেয়েছিলেন তিনি। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘বকুল ফুলের মালা’। দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন নায়ক রিয়াজ। এরপর সেভাবে আর বড় পর্দায় দেখা না গেলেও ব্যস্ত আছেন ছোট পর্দা নিয়ে। এরই মধ্যে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য নাটক ও ডিজিটাল কনটেন্ট।

এদিকে বছর শেষে সুখবর দিলেন এই অভিনেত্রী। বিয়ের পিড়িতে বসেছেন তিনি। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকার বেইলি রোডে তার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। বিয়ের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তানজিকা নিজেই।

হুট করে নিয়ে করার প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, সব সময় মনে হয়েছে, বিয়ের জন্য এটা সঠিক সময় নয়। এবার মনে হয়েছে, সঠিক সময় এবং সঠিক মানুষের দেখাও পেয়েছি। তাই বিয়ের সিদ্ধান্ত না নিয়ে পারিনি। হুট করে বিয়ের কাজ সেরে ফেললেও এ মাসের মধ্যেই বিবাহপরবর্তী বাকি সব আনুষ্ঠানিকতা করার ইচ্ছা রয়েছে।

এদিকে তানজিকা আমিনের মা ইসমত আরা মিনার বিয়ে হয় আজ থেকে ৪০ বছর আগে। মা যত্নে রেখে দিয়েছিলেন তার বিয়েতে পরা শাড়িটি। মায়ের বিয়ের ৪১ বছরে এসে মেয়ে তানজিকা বিয়ে করেছেন তার মায়ের বিয়ের শাড়িটি পরে।

মায়ের শাড়ি পরে বিয়ের প্রসঙ্গে তানজিকা বলেন, বেশ কয়েক বছর আগে আমার মায়ের বিয়ের শাড়ি দিয়ে ওড়না বানানোর ইচ্ছা ছিল। বিয়ের ওড়না। যে আমার বিয়ের কস্টিউম করেছে, সে বলল, “আপু আন্টির শাড়িটা এত সুন্দর! এটা কেটে ওড়না কেন বানাবে? এটা কেন তুমি বিয়েতে পরছ না?” তারপর ভাবলাম, আসলেই কেন নয়! এরপর সেটার সঙ্গে মানিয়ে যায় সে রকম ওড়না, ব্লাউজ ও অন্য সবকিছু সে বানিয়ে দিয়েছে। আমি যে গয়না পরেছি, সেটাও ৫০ বছর আগের নকশা করা।

জানা গেছে এই অভিনয়শিল্পীর বর অস্ট্রেলিয়াপ্রবাসী, নাম সাইফ বাসুনিয়া। ২৫ বছরের বেশি সময় ধরে তিনি সিডনিতে থাকেন।

তানজিকা জানান, ২০১৮ সাল থেকে সাইফের সঙ্গে তার পরিচয়। এরপর নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। এরপর বিয়ে পর্যন্ত আসে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন