English

27.5 C
Dhaka
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
- Advertisement -

বিশু শিকদারের দুই মেয়ের দায়িত্ব নিলেন জেমস

- Advertisements -

প্রয়াত গীতিকার বিশু শিকদারের দুই মেয়ের দায়িত্ব নিয়েছেন রকস্টার মাহফুজ আনাম জেমস। সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে ঢাকা থেকে সড়কপথে প্রথমবার নড়াইলে পৌঁছেন জেমস।

লোহাগড়া উপজেলার ধোপাদহ গ্রামের গীতিকার বিশু শিকদারের বাড়িতে পৌঁছে জেমস বিশু শিকদারের কবর জিয়ারত করেন।

এ সময় বিশুর পরিবারকে সার্বিক সহযোগিতা এবং সপ্তম শ্রেণি পড়ুয়া সঙ্গীতা সুকন্যা ও দ্বিতীয় শ্রেণি পড়ুয়া রাফিয়া রশ্নির সব দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন তিনি।

বিশু শিকদারের স্ত্রী অ্যামেলি বেগম বলেন, জেমস ভাইয়ের সঙ্গে বিশুর নিবিড় সম্পর্ক ছিল। দীর্ঘদিন ধরে ভাইয়ের সঙ্গে কাজ করেছেন। গত সপ্তাহেও দুইটা নতুন গান ভাইকে দিয়ে এসেছেন। তার এভাবে হঠাৎ চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না।

অ্যামেলি বলেন, বড় মেয়েকে বলেছিলেন আমাদের বাড়িতে আসবেন, কিন্তু আমাদের বিশ্বাস হয়নি। ভাই আমার দুই মেয়ের সব দায়িত্ব নিয়েছেন। আমাদের পরিবারের যেকোনো ধরনের সমস্যায় পাশে থাকবেন বলেছেন। এত বড় একজন মানুষ আমাদের বাড়িতে বিপদের দিনে পাশে এসেছেন, আমি জেমস ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এদিকে গত শনিবার (২১ জানুয়ারি) বিকেলে গীতিকার এস এম সেলিম শিকদার ওরফে বিশু শিকদার হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। রবিবার সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, বিশু শিকদার মূলত জেমসের জন্যই গান লিখতেন। নগর বাউলের সহযোদ্ধাও ছিলেন তিনি। জেমস ও বিশু যৌথভাবেও অনেক গান রচনা করেছেন। জেমসের প্রকাশিত সর্বশেষ গান ‘আই লাভ ইউ’ যৌথভাবে লিখেছেন বিশু।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/qba8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন