নাসিম রুমি: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের পাশাপাশি তিনি এক দশক ধরে কলকাতার সিনেমায় কাজ করে যাচ্ছেন নিয়মিত। তার সিনেমার প্রতি সেখানকার দর্শকদেরও আলাদা আগ্রহ থাকে। গতকাল ছিল এ অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এ দিনের পুরো সময়টা শুভেচ্ছায় ভেসেছেন জয়া। তবে বেশ সাধারণভাবেই নিজের জন্মদিন উদ্যাপন করেছেন তিনি।
আর বিশেষ এ দিনেই ভক্তদের বিশেষ উপহার দিলেন অভিনেত্রী। প্রকাশ করেছেন তার নতুন সিনেমা ‘ওসিডি’র ঝলক! সামাজিক মাধ্যমে শেয়ার করা টিজারের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, চাঁদের কলঙ্ক কি পরিষ্কার হয়?
জীবনের কলঙ্ক? সমাজের কলঙ্ক? উত্তর নিয়ে আসছে ‘ওসিডি’। এবার প্রাণপণে সরাবে জঞ্জাল! ওসিডি সিনেমাটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জয়া।