English

27.6 C
Dhaka
রবিবার, মে ১৮, ২০২৫
- Advertisement -

বেশি কাজ করার চেয়ে মানসম্মত অল্প কাজ করতে চাই: তিশা

- Advertisements -

নাটক, টেলিছবি থেকে শুরু করে ওয়েব কনটেন্টে নিয়মিত কাজ করে যাচ্ছেন অভিনেত্রী তানজিন তিশা। গত ২০ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল তিশার ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। এযাত্রায় তার সঙ্গে ছিলেন সংগীত ও অভিনয়শিল্পী প্রীতম হাসান। এই ফিল্ম অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসাও কুড়িয়েছেন তিশা।

শুক্রবার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে তিশা বলেন, ‘আমরা যারা অভিনয়শিল্পী আছি, তারা বছরে অনেক কাজ করি। এর মধ্যে ভালো কাজের স্বীকৃতি পাওয়া একজন শিল্পীর জন্য অবশ্যই বড় বিষয়। আমার অনেক কাজ আছে, যার মধ্যে ‘ঘুমপরী’ অনেকটাই ব্যতিক্রম। এই ফিল্মের জন্য আমি অনেক প্রশংসা পেয়েছি। বলা চলে, ‘ঘুমপরী’ থেকে আমি এখনো বেরিয়ে আসছে পারেননি।’

আগের মত এখন আর বেশি কাজ করতে দেখা যায় না তিশাকে। অনেকটা বেছে বেছে নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করেন। ভালো গল্প না পেলে সে কাজে যুক্ত হন না বলেনও জানালেন এই অভিনেত্রী।

তানজিন তিশার কথায়, ‘বেশি কাজ করার চেয়ে মানসম্মত অল্প কাজ করতে চাই। আমি সেই পথ ধরেই চলছি এবং চলবো। এছাড়া ঈদের আমি পরিকল্পনা করে কাজ করি। যেটা গত ঈদে হয়নি। কারণ, আমি চেষ্টা করি কম কাজ করে ভালো কিছু দর্শককে উপহার দেওয়ার। আগামী ঈদের জন্য বেশ কয়েকটি কাজ করেছি। মানের দিক দিয়ে আমার কাছে ভালো মনে হয়েছে বলেই সে কাজগুলোতে যুক্ত হয়েছি। আশাকরি দর্শক ঈদে ভালো কিছু পাবে।’

অভিনয়ের পাশাপাশি নাচেও বেশ পারদর্শী তিশা মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে নাচে পারফর্ম করতে দেখা যায় তাকে। নাচের বিষয়ে তিনি বলেন, ‘আমরা আসলে অভিনয় জগতের মানুষ। এটা নিয়েই আমাদের থাকতে হয়। তবে অভিনয় ছাড়াও নিজেদের ব্যকিতক্রমভাবে উপস্থাপন করার জায়গা ‍কিছু সেক্টরে হয়। এর মধ্যে একটি হল নাচ। গতবারের মত এবারও বাইফা অ্যাওয়ার্ড শোতে নাচের মাধ্যমে নিজেকে একটু ব্যতিক্রমভাবে উপস্থাপন করেছি।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন