English

28.8 C
Dhaka
শনিবার, জুন ২১, ২০২৫
- Advertisement -

ভাইরাল ছবিতে স্বামীর সঙ্গে চমক

- Advertisements -

নাসিম রুমি: ‘ভাইরাল হাজব্যান্ড’ নাটকে অভিনয় করে ঝড় তুলেছিলেন, সেই চমক এবার বাস্তব জীবনে নিজেই হয়ে উঠলেন ভাইরাল স্ত্রী! ছোট পর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক গিয়েছেন আন্দামানের নীল সমুদ্রে। সঙ্গে রয়েছেন তার ‘রাজা’ স্বামী আজমান নাসির।

মাত্র ৯ টাকা কাবিন আর ৯০০ টাকার শাড়ি পরে বিয়ে করে খবরের শিরোনাম হন চমক। তবে এবার আর কোনো শাড়ি নয়, ধরা দিলেন ওয়েস্টার্ন লুকে! হাতে রোদ চশমা, মুখে মিষ্টি হাসি, আর স্বামীর গালে একখানা চুমু— সব মিলিয়ে যেন একেবারে রোমান্সের পোস্টার গার্ল!

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে চমক-নাসির জুটিকে দেখা গেছে একেবারে মুড অন অবস্থায়। ভক্তরা যেমন অবাক, তেমনি আহ্লাদে গদগদ— কমেন্ট বক্সে প্রশংসার বান যেন থামতেই চাইছে না।

আর ক্যাপশনেও চমকের চমক! তিনি লিখেছেন, “সে এখন আগের মতো শুধু একজন মানুষ না, তাকে এখন আমি রাজা হিসেবে গড়ে তুলেছি। আমার প্রিয়, তোমার সঙ্গে অসংখ্য সূর্যাস্ত দেখব, পাশাপাশি একসঙ্গে থাকব, একসঙ্গে নিশ্বাস নিব।”

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন চমক। এরপর শোবিজে পা রেখে চমক পরিণত হয়েছেন বাস্তব জীবনের রোমান্টিক হিরোইনে। ‘হায়দার’, ‘মহানগর’ থেকে শুরু করে ‘ভাইরাল হ্যাজব্যান্ড’ সবখানেই ছিল তার দাপট।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন