English

33.4 C
Dhaka
সোমবার, জুলাই ২১, ২০২৫
- Advertisement -

ভাইরাল সেই মোনালিসাকে দেখতে শুটিং স্পটে মানুষের ঢল

- Advertisements -

নাসিম রুমি: মহাকুম্ভ মেলায় পাথরের মালা বিক্রি করতে গিয়ে ভাগ্যের চাকা ঘুরে গিয়েছিল এক সাধারণ কিশোরীর। প্রয়াগরাজের সেই কুম্ভমেলাতেই রাতারাতি আলোচনায় চলে আসেন মোনালিসা ভোঁসলে। খারগাঁওয়ের এই ষোড়শী মেয়েটির গ্ল্যামার জগতে পা রাখার গল্প তখন থেকেই ছড়িয়ে পড়েছিল চারদিকে। সেই মোনালিসা এখন শুটিং ফ্লোরে।

সংবাদমাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়েছে, মোনালিসার জীবনের প্রথম বলিউড সিনেমার শুটিং চলছে মধ্যপ্রদেশের পিচ্চোরে। আর সেখানেই দেখা গেল এক অন্য দৃশ্য। শতাধিক মানুষ ভিড় জমিয়েছেন শুটিং স্পটে, শুধু একবার নতুন নায়িকাকে দেখবেন বলে। অনেকে ছাদে উঠে দাঁড়িয়ে মোনালিসার ঝলক পেতে মরিয়া। কেউ আবার মোবাইল ফোনে তাকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত।

শুটিংয়ের ব্যস্ততার মাঝেই মোনালিসা ছাদে উঠে অনুরাগীদের উদ্দেশে হাত নেড়ে বললেন, ‘সবাইকে দেখে খুব ভালো লাগছে।’ তাতেও থামেনি ভিড়ের উন্মাদনা। পরিস্থিতি সামলাতে প্রযোজনা সংস্থাকে হস্তক্ষেপ করতে হয়।

ঘোষণা করা হয়- আজ আর দেখা নয়, কাল আবার মোনালিসা দর্শনার্থীদের সামনে আসবেন। শুটিংয়ের কড়া সূচি সামলে তখনই আবার কাজ শুরু হয়।

পিচ্চোরের শুটিং স্পটের সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যেখানে মোনালিসাকে একনজর দেখতে মানুষের ঢল নামে। সাধারণ কিশোরী থেকে সিনেমার প্রথম সারির আলোয় মোনালিসার যাত্রা যেন স্বপ্নের চেয়ে কম কিছু নয়।

প্রসঙ্গত, কুম্ভমেলায় মালা বেচতে গিয়েই এক অজানা বিক্রেতা থেকে রাতারাতি সেনসেশন হয়ে ওঠেন মোনালিসা।

তখনই শোনা যাচ্ছিল, আল্লু অর্জুনের নায়িকা হবেন তিনি। যদিও শেষমেশ সে গুঞ্জনকে সরিয়ে রেখে বলিউডেই প্রথম ইনিংস শুরু করছেন এই নবাগতা। ইতিমধ্যেই তার প্রথম সিনেমার পারিশ্রমিক নিয়েও কৌতূহলের শেষ নেই নেটদুনিয়ায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ws5z
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন