অভিনেত্রী, নির্মাতা ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘ভালোবাসার সবুজ দ্বীপে’।
গানের কথা লিখেছেন ড. মো. হারুনুর রশীদ। বুলবুল আনামের সুরে গানটির সংগীতায়োজন করেছেন এ এইচ তুর্য। গানটিতে শাওনের সঙ্গে গলা মিলিয়েছেন হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রে গান গেয়ে প্রশংসিত হওয়া সেলিম চৌধুরী।কণ্ঠশিল্পী সেলিম চৌধুরীর কথায়, যেসব গান দীর্ঘ সময় ধরে শ্রোতার মনে অনুরণন তুলে যায়, ‘ভালোবাসার সবুজ দ্বীপে’ তেমনই একটি গান। সবকিছু মিলিয়ে গানটি অনেকের ভালো লাগবে। এ কথার সঙ্গে একমত পোষণ করেছেন মেহের আফরোজ শাওনও।
জানা যায়, ‘ভালোবাসার সবুজ দ্বীপে’ গানটি নভেম্বর মাসের প্রথম সপ্তাহে উর্বশী ফোরামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
উর্বশী ফোরামের আয়োজনে এর আগে ‘চাঁদনী রাইতে নিরজনে’ শিরোনামের গান করছেন মেহের আফরোজ শাওন। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দেন আরেক অভিনেতা-কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু। গানটি শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।
জানা যায়, ‘ভালোবাসার সবুজ দ্বীপে’ গানটি নভেম্বর মাসের প্রথম সপ্তাহে উর্বশী ফোরামের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
উর্বশী ফোরামের আয়োজনে এর আগে ‘চাঁদনী রাইতে নিরজনে’ শিরোনামের গান করছেন মেহের আফরোজ শাওন। গানটিতে তার সঙ্গে কণ্ঠ দেন আরেক অভিনেতা-কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু। গানটি শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/gwub