English

28.4 C
Dhaka
শুক্রবার, জুলাই ২৫, ২০২৫
- Advertisement -

ভুল বোঝাবুঝিতেই শেষ হয় সুজান-হৃতিকের দাম্পত্য!

- Advertisements -

নাসিম রুমি: সালটা ছিল ২০১৪। আচমকাই হৃতিক রোশন ও সুজান খান ঘোষণা করেন বিচ্ছেদের পথে পা বাড়িয়েছেন তাঁরা। মন ভাঙে ভক্তদের, এ বিয়েও টিকল না তবে! কেন ভেঙেছিল তাঁদের প্রেম? কী ঘটেছিল রোশন পরিবারের অন্দরে? তোমার

২০১০ নাগাদ হঠাৎ করেই শোনা যায়, ‘কাইট’ কো-স্টার বারবারা মোরির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন হৃতিক। সেই সম্পর্কের গুঞ্জন খানিক ধামাচাপা পড়তেই এন্ট্রি হয় কঙ্গনা রানাওয়াতের। এর পরের ঘটনা অনেকেরই জানা। এখানেই শেষ নয় এও রটে সুজানও সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলিউডেরই এক অভিনেতার সঙ্গে।

তিনি কে জানেন? মডেল-অভিনেতা অর্জুন রামপাল। দু’জনের মধ্যেই শুরু হয় ভুল বোঝাবুঝি। যা এক পর্যায়ে পৌঁছয় তিক্ততায়। কিছু দিনের মধ্যেই আলাদা থাকতে শুরু করেন তাঁরা। ২০১৪ সালের ডিসেম্বর মাসে ১৪ বছর পর আলাদা হন হৃতিক ও সুজান।

বিয়ের পর হৃতিকের থেকে ৪০০ কোটি টাকা খোরপোশ চেয়েছিলেন সুজান। যদিও ৩৮০ টাকায় ফয়সালা হয় সবটা। তবে প্রাক্তন বলে দু’জনের মধ্যে যে সম্পর্ক ভাল নয়, তা কিন্তু নয়। হৃতিক রোশনের বাবা রাকেশ রোশনের বলেন, “বিচ্ছেদের ঠিক পরে আদালত থেকে বেরিয়ে সুজানকে দেখে আমার ছেলে কী করেছিল জানেন? এগিয়ে গিয়ে ওর গাড়ির দরজা খুলে দিয়েছিল। আসলে ও এমনই। ও জানে মানুষকে কীভাবে সম্মান দিতে হয়। আমার দুই নাতিও কিন্তু এরকম।”

জীবনে অনেক দূর এগিয়ে গিয়েছেন হৃতিক-সুজান। এই মুহূর্তে নতুন সম্পর্কে রয়েছেন তাঁরা। অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পরকে রয়েছেন হৃতিক। অন্যদিকে সুজান খান প্রেম করছেন অভিনেতা আলি গোনির দাদা আরসালান গোনির সঙ্গে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/rdj1
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন