English

28 C
Dhaka
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

মনের মধ্যে শান্তি অনুভব করছি: শাবনূর

- Advertisements -
Advertisements

নাসিম রুমি: নব্বই দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই বসবাস করছেন সূদুর অস্ট্রেলিয়ায়। গেল এপ্রিলে এসেছিলেন ঢাকায় আর ১৯ এপ্রিল গিয়েছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে। এর বাইরে শাবনূরের পুরো খবর পাওয়া যায় তার ইউটিউব ও ফেসবুকে। সেখান থেকেই নায়িকা জানান, নিজের মত। কথা বলেন নানা ইস্যু নিয়ে।

তারই ধারাবাহিকতায় শাবনূর এবার কথা বললেন চলমান বন্যা নিয়ে। দেশের বন্যা ও জন দুর্দশা দেখে ভীষণ মন খারাপ তার। ফেসবুক এক পোস্ট সে বিষয় তুলে ধরে লিখেছেন, ‘দেশের স্মরণকালের ভয়াবহ বন্যায় তছনছ হয়ে গেছে দেশের বিভিন্ন জেলা-উপজেলা, বিশেষ করে পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলার পুরো জনপদ বানের পানিতে তলিয়ে গেছে। মানুষের সীমাহীন দুর্ভোগ দেখে খুব কষ্ট পাচ্ছি, বেশি পীড়া দিচ্ছে ঘরছাড়া নারী, শিশু ও বয়স্ক মানুষের অসহায়ত্ব দেখে।’

Advertisements

বন্যার্তদের পাশে সকলের সহযোগিতার তোড়জোড় দেখে ভালো লাগার বিষয়টিও তুলে ধরেছেন এই অভিনেত্রী। বলেছেন, ‘বন্যার্তদের সহায়তায় মানুষের অভূতপূর্ব সাড়া দেখে মনের মধ্যে শান্তি অনুভব করছি। এবার বন্যাকবলিত অসহায় মানুষের আর্থিক ও মানবিক সাহায্যে এগিয়ে এসেছেন বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, সশস্ত্র বাহিনীর সদস্যরা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ অনেকেই- যা সত্যিই প্রশংসনীয়। আমিও বন্যা কবলিত অসহায় মানুষদের সাধ্যমত সহযোগিতার হাত প্রসারিত করেছি। “মানুষ যে মানুষের জন্য” এই কথার যথার্থতা আবারও প্রমাণিত হলো।’

সাবস্ক্রাইব
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন