নাসিম রুমি: ২০১২ সালে চ্যানেল আই ‘সেরা নাচিয়ে’ প্রতিযোগিতার মঞ্চে প্রথম রানারআপ হয়ে পরিচিতি পান মন্দিরা চক্রবর্তী। এরপর টুকটাক নাটকে কাজ করলেও বড় পর্দায় নজর কাড়েন গিয়াসউদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমায় শরিফুল রাজের সঙ্গে অভিনয়ের মাধ্যমে। সম্প্রতি ‘নীলচক্র’ সিনেমায় দেখা গেছে তাকে, যেখানে তিনি অভিনয় করেছেন আরিফিন শুভর বিপরীতে।
মাত্র দুটি সিনেমা মুক্তি পেয়েছে, অথচ এর মধ্যেই মন্দিরার মধ্যে ভবিষ্যতের সম্ভাবনা দেখছেন অনেক সিনেমাপ্রেমী। মন্দিরা নিজেও আত্মবিশ্বাসী। বলেন, “সিনেমা নিয়ে আমার তাড়াহুড়া নেই। ধীরে চলছি। তবে আমি চাই—যে কাজই করি না কেন, তা যেন দর্শকের মনে থেকে যায়।”
তার মতে, ‘কাজলরেখা’ ও ‘নীলচক্র’—দুই সিনেমাতেই তিনি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন, যা তাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাচ্ছে। মন্দিরা বলেন, “পৃথিবীতে কেউই শতভাগ নিখুঁত নয়। একজনের কোনো দিক ভালো, তো অন্য কোনো জায়গায় দুর্বলতা থাকতেই পারে। আমি জানি, শেখার অনেক বাকি আছে। বড়পর্দায় আমি একেবারেই নতুন। প্রতিনিয়ত শিখছি, শিখতেই চাই।”
সমালোচনা নিয়েও তার দৃষ্টিভঙ্গি ইতিবাচক। “দর্শক আলোচনা-সমালোচনা করবেই। আমি কখনোই ভাবি না যে সবাই আমাকে ভালোবাসবে। সমালোচনাই তো মানুষকে শুদ্ধ করে, পরিশ্রমী করে তোলে। আমি বিশ্বাস করি, যারা আমার দুর্বলতা দেখিয়ে কথা বলেন, তারা চান আমি যেন আরও ভালো করি।”
নিজেকে তিনি নির্দিষ্ট কোনো ধাঁচে আটকে রাখতে চান না। বরং বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মেলে ধরতে চান। বিশেষ করে, তার নাচের দক্ষতাকে কাজে লাগিয়ে মশালা ঘরানার ছবিতেও কাজ করতে আগ্রহী তিনি।
বললেন, “আমি নাচের মেয়ে। এখনও এমন কোনো সিনেমা করিনি, যেখানে নাচটা ভালোভাবে তুলে ধরা গেছে। আমি চাই রোমান্টিক গানেও পারফর্ম করতে, চাই আইটেম গানেও নিজেকে উপস্থাপন করতে।”
সামনের পথচলায় ধৈর্য, শেখার আগ্রহ আর আত্মবিশ্বাস— এই তিনকে সঙ্গী করে এগোচ্ছেন মন্দিরা চক্রবর্তী।