রাজনীতিতে নেমেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তিনি দাপুটে নেতা তথা রাজ্যের মন্ত্রী ও তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিপক্ষ। তবে এখনই দমে যাওয়ার পাত্রী নন এই অভিনেত্রী। তাইতো আহত দলীয় কর্মীকে দেখতে মাঝ রাতে ঘটনাস্থলে ছুটে গেলেন শ্রাবন্ত্রী।
জানা গেছে, বেহালা পশ্চিম বিধানসভা ১১৮ নম্বর ওয়ার্ডের বুড়োশিবতলা প্রচার চলাকালীন তৃণমূল কর্মীদের সঙ্গে দ্বন্দ্ব বাঁধে বিজেপি কর্মীদের। যা পরবর্তীতে হাতাহাতিতে পৌঁছায়। এ ঘটনায় আহত হন মন্ডল সভাপতি দীপঙ্কর বনিক। ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন বিজেপি কর্মীরা।
যদিও তৃণমূলের বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ১১৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর তারক সিং। ঘটনায় নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছে গেরুয়া শিবির। এদিকে দলীয় কর্মীকে দেখতে রাতেই সেখানে ছুটে যান এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে কথা বলেন দলীয় কর্মীদের সঙ্গেও।