English

25.1 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
- Advertisement -

মামলা করলেন ইভা গ্রিন

- Advertisements -

প্রযোজনা সংস্থার বিরুদ্ধে মামলা করলেন অভিনেত্রী ইভা গ্রিন। প্রযোজনা সংস্থা হোয়াইট ল্যান্টার্ন ফিল্মস এবং এসএমসি স্পেশালিটি ফিন্যান্সের বিরুদ্ধে ১ মিলিয়ন পারিশ্রমিকের দাবিতে মামলা করেছেন অভিনেত্রী। গ্রিনের একজন আইনজীবী বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সংস্থা দুটির চলচ্চিত্র প্রযোজকদের অভিযুক্ত করে এই মামলা করেন। মামলার অভিযোগ, অভিযুক্ত প্রযোজনা সংস্থা দুটি অভিনেত্রীর নামে মিথ্যা অভিযোগ তুলে তার খ্যাতি নষ্ট করার চেষ্টা করছে। প্রযোজনা সংস্থা দুটির সঙ্গে একটি সাই-ফাই থ্রিলার চলচ্চিত্রে অভিনয় করার বিষয়ে চুক্তি করেছিলেন ইভা। সিনেমাটি পরবর্তী সময়ে আর সম্পন্ন হয়নি।

গ্রিনের আইনজীবী জানান, অভিনেত্রী সিনেমার স্ক্রিপ্টটি পছন্দ করেছিলেন এবং সিনেমাটি তৈরি করতে চেয়েছিলেন। আর্থিক পরিকল্পনার বিষয়টি কখনোই আসেনি। তবে প্রযোজনা সংস্থার প্রযোজকরা অভিনেত্রীর নামে মিথ্যা অভিযোগ তুলে তাকে শিরোনাম বানাতে চাইছেন এবং তার খ্যাতি নষ্ট করতে চাইছেন।

তিনি প্রযোজনা সংস্থাকে অভিযুক্ত করে বলেন, প্রযোজনার ব্যর্থতার দায় তারা মিস গ্রিনের ওপরে চাপাতে চায়। গ্রিন এমন একজন অভিনেত্রী, যিনি ২০ বছরের ক্যারিয়ারে কোনো চুক্তি ভঙ্গ করেননি বা এক দিনের শুটিংও মিস করেননি।

জানা গেছে, চার্লস ড্যান্স এবং হেলেন হান্টের সঙ্গে একটি সাই-ফাই থ্রিলারে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ ছিলেন গ্রিন। অভিনেত্রী এই প্রকল্পের একজন নির্বাহী প্রযোজকও ছিলেন, যা ২০১৯ সালের শেষের দিকে বন্ধ হয়ে যায়।

এদিকে প্রযোজনা সংস্থা হোয়াইট ল্যান্টার্ন ফিল্ম গ্রিন ও এসএমসি স্পেশালিটি ফিন্যান্স গ্রিনের মামলার বিরুদ্ধে পাল্টা মামলা করেছে। তাদের অভিযোগ, গ্রিন তার চুক্তি থেকে বেরিয়ে গেছে এবং চুক্তির লঙ্ঘন করেছে। প্রযোজনা সংস্থার আইনজীবীরা লিখিত যুক্তি দিয়ে বলেন, গ্রিন প্রযোজনা দলের প্রতি অনাস্থা ও অসন্তোষ প্রকাশ করেছিলেন এবং এই প্রকল্পে জড়িত হতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন। প্রকল্পটি ব্যর্থতার দায় অভিনেত্রীর।

সোমবার এই মামলায় সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে ইভা গ্রিনের। মামলাটি প্রায় দুই সপ্তাহ চলবে বলেও জানা গেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1eew
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন