পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে মান্যতা দত্ত লিখেছেন, ‘মাশাল্লাহ!! আদুরে।’
তনুজ বিরওয়ানি মন্তব্য করেছেন, ‘আমার দিন তৈরি করে দিল।’ এক অনুরাগীর মন্তব্য, ‘মামাকে অনুসরণ করলে সেও মামার মতোই একদিন বড় তারকা হয়ে উঠবে।’
The short URL of the present article is: https://www.nirapadnews.com/bqss