নাসিম রুমি: গাজীপুরে গান গাইতে গিয়ে অববরুদ্ধ হয়ে পড়েন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তরুণ গায়িকা ফাতিমা তুয যাহরা ঐশী। এসময় তার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা। শনিবার( ২২ নভেম্বর) রাতে গাজীপুরের শিমুলতলীতে কুটির শিল্প ও বাণিজ্য মেলায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, মেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর শুরু হয় ভাঙচুর। ঘটনা শুরু হয় রাত সাড়ে ১০টার দিকে। এক দর্শনার্থী জানান, মেলায় সিগারেটের দাম নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে স্টেজে থাকা গায়িকা ঐশী ও তার দলের সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন।
এসময় ঐশী ও তার দলের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। মেলা কমিটির সহযোগিতায় মই দিয়ে দেয়াল টপকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় গায়িকাকে। এরপর আয়োজক কমিটির সহযোগিতায় কনসার্টস্থল ত্যাগ করেন ঐশী।
