বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক জাভেদ মৃত্যু বরণ করেছেন। তিনি অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী।
বুধবার দুপুরে জয় চৌধুরী বলেন, জাভেদ ভাই অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন।
১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত উর্দু ছবি ‘নয়ি জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে অভিষেক ইলিয়াস জাভেদের। এরপর প্রায় ২০০ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। নব্বই দশক পর্যন্ত তিনি সিনেমায় সুবর্ণ সময় কাটিয়েছেন।
জাভেদ ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন। পরে তিনি স্বপরিবারে সেখান থেকে পাঞ্জাবে চলে আসেন।
