৭৪ বছর বয়সে মারা গেছেন জনপ্রিয় কোরিয়ান অভিনেতা নো ইয়ং কুক। দক্ষিণ কোরিয়ার এই অভিনেতা সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
সম্প্রতি কে-ড্রামা ‘লাইভ ইওর ওন লাইফ’-এ অভিনয় করেছেন। বর্তমানে এটি কেবিএসে প্রচার করা হচ্ছে।
ষাটের দশকের শেষের দিকে থিয়েটারে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় জীবন শুরু করেন নো ইয়ং কুক। তিনি ১৯৭৫ সালে পর্দায় অভিনয়ে আত্মপ্রকাশ করেন।
জোসেনের টেজং, দ্য গ্রেট কিং সেজং, সুইট স্ট্রেঞ্জার এবং দ্য স্কারলেট লেটারসহ অনেক জনপ্রিয় টেলিভিশন সিরিজ এবং ব্রাভো মাই লাইফ, হেনেকুয়েনসহ একাধিক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন।