অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো এমন গুঞ্জন। স্বামীর মাহমুদ পারভেজ অপুর সঙ্গে আর থাকছেন না মাহিয়া মাহি।যদিও এ বিষয়ে কখনোই সরাসরি কিছু বলেননি এই অভিনেত্রী। কিন্তু এবার সব গুঞ্জনকে সত্য প্রমাণ করে বিচ্ছেদের ইঙ্গিত দিলেন তিনি নিজেই।
রোববার ২৩ মে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন মাহি। গেল কয়েকদিন ধরে তার ফেসবুক স্ট্যাটাসগুলো আলোচনার জন্ম দিয়েছে, বাড়িয়েছে কৌতূহল।
রোববার রাত ১টা ৩০ মিনিটের সেই স্ট্যাটাসে তিনি লেখেন, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা। পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী , বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা।
এ সময় তার এমন সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়ে মাহি আরও লেখেন, ‘আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করব। উল্লেখ্য সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে ২০১৬ সালের ২৪ মে বিয়ে হয় মাহিয়া মাহির। অবশেষে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন ঢালিউডের এই জনপ্রিয় নায়িকা।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ox7f