English

27.4 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫
- Advertisement -

মা হওয়ার পর কঠিন সময় পাড়ি দেন দিশা, কিন্তু কেন?

- Advertisements -

ভারতীয় অভিনেত্রী দিশা পারমার ও ইন্ডিয়ান আইডলখ্যাত গায়ক রাহুল বৈদ্য ২০২৩ সালে কন্যাসন্তানের বাবা-মা হন। মা হওয়ার পর থেকেই অভিনয় থেকে দূরে আছেন এই টিভি অভিনেত্রী। তবে অভিনেত্রীর মাতৃত্বের সফর ছিল বেশ কঠিনই। জন্মের পর মেয়ে কিছুতেই বুকের দুধ পান করতে চাইত না। বুকে মুখ ঠেকালেই কান্না জুড়ে দিত মেয়ে। এমন অবস্থা দেখে কেঁদে ফেলতেন অভিনেত্রী।

অভিনেত্রী নেহা ধুপিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে দিশা পারমার বলেন, জন্মের পর থেকে মেয়ে কিছুতেই বুকের দুধ খেতে চাইত না। শেষমেশ বাধ্য হয়ে নার্সদের বাইরের কেনা দুধ খাওয়াতে বললেও চিন্তামুক্ত হতে পারছিলেন না। বাড়ি ফিরেও একই কান্নাকাটি।

দিশা বলেন, মেয়ের চোখে পানি দেখে আমিও কেঁদে ফেলতাম। নিজেকে নিয়ে সংশয় হতো। পরে বুঝলাম, আমার বুকের দুধ তৈরিতে কোনো সমস্যা রয়েছে। তারপর এক চিকিৎসকের সঙ্গে কথা বলি। সেখান থেকে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয়।

তাই মাতৃত্ব শুধুই আনন্দ বা সুখের নয়। তার সঙ্গে মিশে থাকে উৎকণ্ঠা, উদ্বেগ ও আতঙ্ক। মেয়ের বয়স এখন দুই বছর। ধীরে ধীরে পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন দিশা পারমার।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/iwi5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন