চলচ্চিত্রের জনপ্রিয় খল-অভিনেতা আশরাফুল হক ডনের মা মোয়াজ্জেমা হক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।
মাকে হারিয়ে শোকাতর ডন বলেন, মা বয়সের কারণে নানা রোগে আক্রান্ত ছিলেন। আজ সকালে আমাদের ছেড়ে চলে গেলেন। ওনার মরদেহ আমাদের গ্রামের বাড়ি বগুড়ায় নিয়ে যাচ্ছি। সবার কাছে মায়ের জন্য দোয়া চাইছি। আল্লাহ যেন ওনাকে বেহেশত দান করেন।
ডনের গ্রামের বাড়ি বগুড়ার সদরের কাটনারপাড়ায়। সেখান তাঁর মায়ের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দফন করা হবে বলে জানান তিনি।
অনেক আগেই বাবাকে হারিয়েছেন ডন। তাঁর মা বসবাস করতেন আমেরিকায়। দশ ভাই বোনের মধ্যে সবার ছোট ডন।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/woi8
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন