মারা গেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা শেফালি বিশ্বাস। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩৭ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন অপু বিশ্বাসের সহকারী সজল।
সম্প্রতি স্ট্রোক করলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় শেফালি বিশ্বাসকে। এরপর চিকিৎসকরা জানান, তার ফুসফুসে পানি জমেছে।
পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সজল জানান, মরদেহ নিয়ে বগুড়া নেওয়া হচ্ছে। সেখানেই শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
The short URL of the present article is: https://www.nirapadnews.com/dywm
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন